Monday, February 3, 2025
বিনোদনের ছোট বাক্স

এই সপ্তাহে সুরের লড়াই

আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। সুপার সিঙ্গার সিজন ৪-এ সিনেমার গানে সেরা দশ।

সুপার সিঙ্গার সিজন ৪-এ এই সপ্তাহে সিনেমার গান। এবারও আসর মাতাবেন মেলোডি কিং কুমার শানু। নিজেই ভাঙবেন নিজের রেকর্ড। একটানা ৩০টি সিনেমার গান গাইবেন তিনি সুপার সিঙ্গার সিজন ৪-এর মঞ্চে। বলা বাহুল্য গানগুলি বিভিন্ন সিনেমা থেকে সংকলিত। মজা করেই শানু এদিন বলেছেন, উদিত নারায়ন হলেন আমিরের কন্ঠ, অভিজিৎ শাহরুখের, আর আমি তিন খানের (আমির-শাহরুখ-সলমন) হয়েই প্লে-ব্যাকে কন্ঠ দান করেছি। এই সপ্তাহে সিনেমার গানের অনুষঙ্গেই প্রতিযোগীরাও প্রস্তুত নিজেদের সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য। সেইসব চিরকালীন হিট গানই এই সপ্তাহে ম্যাজিক সৃষ্টি করবে স্টার জলসার সুপার সিঙ্গার সিজন ৪-এর মঞ্চে। চোখ রাখুন আগামিকাল ও পরশু রাত ৯.৩০-এ।