Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

‘একদিন দল বেঁধে’ দীপাঞ্জয়ার সঙ্গে

১৯৭২ সালে ইন্দর সেন পরিচালিত ‘পিকনিক’ ছবিতে ছিল ‘একদিন দল বেঁধে’ গানটি। ছবির বিষয়কে প্রতিভাত করেছিল এই গান। গানের কথা ও সুর সৃষ্টি করেছিলেন বাংলার প্রথিতযশা গীতিকার ও সুরকার সুধীন দাশগুপ্ত। গানটি গেয়েছিলেন কিংবদন্তি শিল্পী মান্না দে। কথায় বলে, ওল্ড ইজ গোল্ড ! পুরোনো দিনের হারিয়ে যাওয়া বাংলা গানের সঙ্গে আজও বাঙালির আবেগ ওতপ্রোতভাবে জড়িত। সেই আবেগের কথা মাথায় রেখেই তরুণ প্রজন্মের শিল্পী দীপাঞ্জয়াকে দিয়ে প্রখ্যাত সুরকার ও মিউজিক অ্যারেঞ্জার অমিত ব্যানার্জি গাওয়ালেন পুরোনো বাংলা ছবির এই না-ভোলা গান। গানের মিউজিক ডিজাইন ও প্রোগ্রামিং করেছেন অমিত ব্যানার্জি। ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই সিঙ্গলস। এর ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। এই সিঙ্গলস-এর কভার ডিজাইন করা হয়েছে মূল গানের ভাবকে অক্ষুন্ন রেখেই, যা দেখে শ্রোতাদেরও বেরিয়ে পড়তে মন চাইবে।