Monday, February 3, 2025
৫ফোড়ন

একাই থেকে গেলেন টাবু

বলিউডের একজন শক্তিশালী অভিনেত্রী তিনি। কাজ করেছেন ভারতের অন্যান্য বহু ভাষায়। সুন্দরী, আকর্ষণীয়, বুদ্ধিদীপ্ত চেহারার এই নায়িকা নানা সম্পর্কে জড়ালেও ব্যক্তিজীবনে একাই থেকে গেলেন। তবে, টাবুর ক্ষেত্রে বিষয়টা শুধু একাকীত্ব নিয়ে নয়। বারবার ঘর ভাঙার বদনাম জুটেছে তাঁর কপালে, সেটাই হলো সবচেয়ে বড় কথা ! পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে অভিনেত্রী দিব্যা ভারতীর প্রেম, বিয়ে এবং দিব্যার অকাল ও অস্বাভাবিক মৃত্যু–এইসবের মধ্যে টাবুর সঙ্গে সাজিদের বন্ধুত্বের কোনও যোগসূত্র হয়তো সরাসরি ছিল না। তবে, দিব্যার মৃত্যুর ক্ষণকাল পরেই সাজিদের সঙ্গে টাবুর ঘনিষ্ঠতা বেড়ে যাওয়ায় বি টাউনের নিন্দুক কোম্পানি কানাঘুষো শুরু করে দেয়। কথিত আছে, এরপরই সাজিদ টাবুকে বিয়ের প্রস্তাব দিলে, তিনি সেটা নাকচ করে মুম্বই ছেড়ে হায়দ্রাবাদ চলে যান। ইতিমধ্যেই অবশ্য টাবুর জীবনে প্রবেশ করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। বিবাহিত নাগার্জুনের সঙ্গেও স্বাভাবিকভাবেই স্থায়ী সম্পর্ক গড়া সম্ভব হয়নি টাবুর। অধিক বিস্তারে না গিয়ে বলা যায় বলিউডের আর এক সুপারস্টারের নাম। অজয় দেবগনের সঙ্গে টাবুর সম্পর্ক নিয়েও জল যথেষ্ট ঘোলা হয়েছিল একটা সময়। পর্দায় জুটি বাঁধার অনেক আগেই তাঁরা ছিলেন কলেজ জীবনের বন্ধু। তাঁদের মধ্যে সেই বন্ধুত্বই আজও অটুট, অন্য কিছু নয়–এমনটা ওঁরা প্রতিষ্ঠা করতে চাইলেও, অজয়-কাজলের মধ্যে টাবুকে নিয়ে অশান্তির খবর চাপা থাকেনি। সমস্ত ঘটনাক্রম ঘিরে যে কথাগুলি বারবার ওঠে, তা নিছক রটনা হলেও হতে পারে। কিন্তু এইসবের মধ্যে টাবুই যে একা থেকে গেলেন, কোথাও যেন এই নির্মম সত্যটা কিছুতেই অস্বীকার করা যায় না।