একান্তে নতুন জীবনে
বলিউডের ধামাকাদার বিয়েগুলির একটি হতে পারতো, কিন্তু হলো না। আলোচনায় থাকলেও, তেমন করে আলোর চকমকি জ্বললো না। কেমন যেন, ‘ওঠ ছুঁড়ি তোর বিয়ে গোছের’ হয়ে গেল পুরো ব্যাপারটা। ভিকি কৌশলকে বিয়ে করলেন বলেই কী ? কেরিয়ারের শুরু থেকেই ক্যাটরিনা কাইফ ভাইজানের প্রায় ছায়াসঙ্গী। ঐশ্বর্য রাইয়ের পর এমনভাবে কেউ আর সলমন খানের সঙ্গিনীর গুরুত্ব পাননি। বি টাউনের ভবিষ্যৎ বিশারদ থেকে তামাম সল্লু মিঞার ভক্তবৃন্দ ভাবতো, ক্যাটিকেই শেষ পর্যন্ত বিয়ে করবেন তিনি। এওয়ার্ড ফাংশন থেকে রিয়ালিটি শো মঞ্চ–সর্বত্র ওঁরা একসঙ্গে। সেখানে ক্যাটরিনার প্রতি ভাইজানের দুর্বলতা ঢাকা পড়েনি কখনওই। এরই মধ্যে রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার নাম জড়ালেও, সে রটনা ভূমিকাপর্বেই শেষ হয়ে যায়। ফলত, ভিকি কৌশলের সঙ্গে তাঁর প্রেমের ব্যাপারে কেউই তেমন সিরিয়াস ছিল না শুরুতে। কিন্তু পাত্রপাত্রী যে যথেষ্ট সিরিয়াস ছিলেন, সে তো বোঝাই যাচ্ছে। পূর্বরাগ থেকে সাতপাকে বাঁধা পড়তে মোটেই সময় নষ্ট করেননি ক্যাটরিনা-ভিকি। শুধু প্রশ্নচিহ্নের মতো জেগে রইলো ভাইজানের প্রসঙ্গ, এই যা ! হয়তো এই চিন্হ-বিতর্ক এড়াতেই প্রিয়াঙ্কা, করিনা, অনুষ্কা, দীপিকার মতো বাজার গরম করে নয়, ক্যাটরিনা বিয়েটা সেরে ফেললেন দ্রুত, একান্তে, ব্যক্তিগত উৎসবের আমেজেই। প্রচারের আলো সেভাবে না মেখেই পা রাখলেন নতুন জীবনে।