Tuesday, May 13, 2025
কৃষ্টি-Culture

একা অনিন্দিতা

গান্ধর্বী ও শেকহ্যান্ড প্রোডাকশনের (বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত) সদস্য ও ছাত্রছাত্রীবৃন্দ আয়োজন করেছে ‘এক সন্ধ্যায় একক অনিন্দিতা’ শিরোনামে এক অনুষ্ঠানের। এটি মূলত একটি একক গানের অনুষ্ঠান। এখানে নানা ধারার গান পরিবেশিত হবে। একক অনুষ্ঠান হলেও এখানে এক মঞ্চে প্রায় ৬০ জন শিল্পী উপস্থিত থাকবেন। শাস্ত্রীয়সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, রাগাশ্রয়ী, শ্রদ্ধাঞ্জলি–সব ধরণের গান এক ভিন্ন অনুষঙ্গে পরিবেশন করবেন শিল্পী। আর সঙ্গে থাকবে অনিন্দিতার আশৈশব গানের সাথে সহবাসের গল্প।