Monday, February 3, 2025
৫ফোড়ন

একা মিমি

চারপাশে প্রচুর বিয়ে ভাঙার ঘটনা অহরহ চোখে পড়ছে। এই ভয়েই নাকি বিয়ের পিঁড়িতে বসতে সাহস পাচ্ছেন না টলি পাড়ার বহু হিট ছবির নায়িকা ও সফল সাংসদ মিমি চক্রবর্তী। সত্যিই কী তাই ? একদা উত্তরবঙ্গ থেকে এসে মিষ্টি চেহারার এই কন্যা ছোটপর্দায় ‘গানের ওপারে’-তে দাঁড়িয়ে রাতারাতি জিতে নেন বাঙালি বিনোদন দর্শকের হৃদয়। সেখান থেকে বড় পর্দা, সাফল্য, সম্পদ ও গ্ল্যামার–সবই বাড়লো। তারপর রাজনীতিতে পদার্পণ–সেখানেও প্রথম দর্শনেই বাজিমাত। সেটা তাঁর গ্ল্যামারের ঝলক না শাসকদলের বিজয়-বাতাস, সে তর্ক থাক। সাফল্যই সাফল্যের শেষ কথা–এটা মেনে নেওয়াই ভালো। কিন্তু এত কিছুর পরেও এই একার জীবন কেমন যেন বিষম খাওয়ার মতো বোধ হয়। বিয়ে ভাঙার ঘটনার পাশাপাশি তিনি কী রাজ-শুভশ্রীর মজবুত সংসারযাত্রা পর্বটি দেখছেন না ? নাকি এটাই বিবাহ-বিমুখতার মূল কারণ ? সে তিনি যতই বলুন তাঁর ও রাজের চিরকালীন বন্ধুত্বের (?) সম্পর্ক অটুট আজও !!