একা রেখা
ভালবাসার মানুষ পাননি, তাই মা হওয়াও হলো না–সম্প্রতি আক্ষেপ করে একথা বলেছেন এভারগ্রীন রেখা। একটি সংবাদপত্রে প্রকাশিত তাঁর এই বক্তব্যে আক্ষেপের সুর যথেষ্ট পরিমাণে ছিল, তাতে সন্দেহ কী ! এও বলেছেন, কৃত্রিম উপায় অর্থাৎ আইভিএফ পদ্ধতি না পসন্দ তাঁর। কারণ, অচেনা পুরুষের সন্তান তিনি ধারণ করতে চাননি। স্বীকার করেছেন তাঁর জীবনে পুরুষ সঙ্গীর অভাব হয়নি। কিন্তু তাঁরা কেউ রেখাকে ভালোবাসেননি। অচেনা পুরুষের সঙ্গে ভালোবাসা-বিহীন সম্পর্কে অসুবিধা নেই তাঁর। কিন্তু অচেনা পুরুষের সন্তানের মা হতে আপত্তি ! এমন চমকপ্রদ যাপনকলার ঘোষনা রেখা ছাড়া আর কে করবেন ? তবে, এইসব কিছুর আড়ালে আসল আক্ষেপটা যে অন্য সে কথা বি টাউনের ইট-কাঠ-পাথরও জানে। যে মানুষটি রেখার চির আরাধ্য, তিনি সাহস করে এগিয়ে এসে রেখার হাতটি চিরকালের মতো ধরতে পারেননি বলেই আজ রেখা এত একা। মাতৃত্বের স্বাদ না পাওয়া এই একাকীত্বের পরিণাম মাত্র !