Monday, February 3, 2025
৫ফোড়ন

একুশ বছর পর

২০০০ সালে লারা দত্ত―তারপর দীর্ঘ ২১ বছরের অপেক্ষা। অবশেষে আবার এক ভারতীয় সুন্দরী পরলেন ব্রম্মান্ড সুন্দরীর মুকুট। একুশে একুশ। একুশ বছর বয়সী চন্ডীগড় নিবাসী হারনাজ সোঁধুকে নিয়ে দু’দশক পর গর্বিত হলো দেশবাসী। ঝড় উঠলো সোশ্যাল মিডিয়ায়। গত ক’দিন যাবৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম জুড়ে শুধু হারনাজকে নিয়ে পোস্ট। মনে পড়ছিল সুস্মিতা সেনের কথা। ১৯৯৪-এ এই বঙ্গকন্যা যখন প্রথমবার ভারতবাসীকে এই সম্মানের ভাগীদার করেন, তখন উত্তাল হয়েছিল সারা দেশ। সাড়া পড়ে যায় বিশ্বজুড়ে। তারপর এলেন লারা। সেও এক চরম উত্তেজনার মুহূর্ত। একুশ বছর পর হারনাজ। এখানে একটা কথা, সুস্মিতার ক্ষেত্রে যে চমকটা ছিল, সেটা লারার ক্ষেত্রে কিছুটা অভ্যাসে পরিণত হয়। কারণ, এর মাঝখানে বেশ কয়েকজন ভারতীয় সুন্দরী বিশ্বসুন্দরীর মুকুট পরেন। তবে, ব্রম্মান্ড সুন্দরীর মুকুট অধরাই ছিল। হারনাজ সে সাধ পূরণ করলেন। মনে পড়ছে, একটি সাংবাদিক সম্মেলনে বলা আত্মবিশ্বাসী সুস্মিতার উক্তি―ভারত আবার ব্রম্মান্ড সুন্দরীর খেতাব জিতবে খুব শিগগিরই। প্রথম দু’জন বলিউডে কেরিয়ার গড়েছেন, ছাপও রেখেছেন নিজেদের কাজের। হারনাজ কী করেন, তা অবশ্য সময়ই বলবে।