এক নিপীড়িতার সংগ্রামের ছবি
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। সমাজের নগ্ন রূপ পায়েল চৌধুরীর ছবিতে। লিখেছেন রামিজ আলি আহমেদ।
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক পায়েল চৌধুরীর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের দ্বিভাষিক ছবি ‘দ্য নেকেড স্টোরি’-র হিন্দি ভার্সান। ছবির কাহিনি লিখেছেন ডাঃ প্রবীর ভৌমিক। চিত্রনাট্য ও সংলাপ বুনেছেন পরিচালক স্বয়ং। ‘দ্য নেকেড স্টোরি’ নামকরণটি ছবিতে রূপক হিসেবে ব্যবহার হয়েছে। আসলে পরিচালক ছবিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রের নগ্ন রূপ তুলে ধরতে চেয়েছেন। গল্পে আমরা দেখি একটি মেয়ের জীবন-সংগ্রাম। সে যখন ছোট ছিল, তখন তাকে নিজের কাকার কাছে যৌন নিপীড়ন সহ্য করতে হয়েছে। তার অসহায় বিধবা মা প্রতিবাদ করতে চেয়েও পারেনি। বড় হয়ে যাকে সে ভালোবাসে, সেই প্রেমিকের কাছ থেকেও শারীরিক নির্যাতন ও যৌন নিপীড়ন সহ্য করতে হয়। জোর করে প্রেমিক তাকে গর্ভপাত করতে বাধ্য করে।
পরবর্তীকালে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সাইক্রিয়াটিস্টের কাছে কাউন্সেলিং চলতে থাকে। অবশেষে সেই মহিলা সাইক্রিয়াটিস্টের প্রেমে নিজের অস্তিত্ব,আশ্রয় ও সম্মান খুঁজে পায় মেয়েটি। ঠিক তখনই দুটি খুনের ঘটনা ঘটে। বাকিটা দর্শকের জন্য তোলা থাক। পরিচালক পায়েল চৌধুরী এখানে মেয়েদের ওপর নানা ধরণের নিপীড়নের এক নগ্ন রূপ তুলে ধরেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পায়েল চক্রবর্তী, সুদীপ চক্রবর্তী, জিৎ চক্রবর্তী, মৃণালিনী চট্টোপাধ্যায়, সমর্পিতা বোস, প্রিয়ন্তিকা কর্মকার, যশবন্ত বিশ্বাস প্রমুখ। সঙ্গীত পরিচালনার দ্বায়িত্ব সামলেছেন সৈকত চট্টোপাধ্যায়। দুটি গান রয়েছে ছবিতে। শুটিং হয়েছে ডুয়ার্স ও কলকাতায়। ছবির দৃশ্যগ্রহণ করেছেন নির্মল বোস। সম্পাদনা স্নেহাসিস গঙ্গোপাধ্যায়ের। স্বভূমি এন্টারটেনমেন্টের নিবেদনে ছবিটি প্রযোজনা করেছেন ডাঃ প্রবীর ভৌমিক।