Monday, February 3, 2025
৫ফোড়ন

এখন সুখে নবাব, তবু…

তাঁর প্রথম বিয়ে সুখের হয়নি। এমনকী বিচ্ছেদের পরও চলেছে তুমুল অশান্তি। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের বিচ্ছেদকালীন আর্থিক চাহিদা পূরণে সক্ষম হননি তিনি। সম্প্রতি ছোটে নবাবের এই বক্তব্য মিডিয়ায় আসায় সকলেই বেশ অবাক। হঠাৎ করে এই পুরোনো কাসুন্দি ঘাঁটার কারণ কী ? সইফ আলি খান একথাও বলেছেন, বিচ্ছেদের পর ইব্রাহিম আর সারাকেও কাছে পাননি তিনি। ওদের সঙ্গে দেখা করতে দেওয়া হতো না তাঁকে। এখন আর অবশ্য কোনও কষ্ট নেই। করিনাকে বিয়ে করে সুখেই আছেন সইফ। তাহলে অতীতের দুঃসহ স্মৃতির আনাগোনা কেন ? কোথাও কোনও অপরাধবোধ ? আজ তৈমুর এবং জাহাঙ্গীরকে ঘিরে যে সুখের বলয় রচনা করেছেন তিনি, তা প্রথম দুই সন্তানের ক্ষেত্রে সম্ভব হয়নি, তাই ?!