এবার ঘরে ঘরে জি বাংলা
আকারে ছোট হলেও বিনোদন ক্ষেত্রে টেলিভিশনের গুরুত্ব আজ অসীম। মেগা থেকে রিয়ালিটি, গেম শো থেকে ম্যাগাজিন–টিভি শোয়ের চাহিদা ছিল, আছে, থাকবে। এই বিভাগে তারই খবর প্রতি সপ্তাহে। শুরু হচ্ছে জি বাংলার নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’। লিখেছেন মৃণালিনী ঠাকুর।
নতুন বছরে দর্শকদের জন্য জি বাংলার উপহার ‘ঘরে ঘরে জি বাংলা’। পারিবারিক সংস্কৃতির সঙ্গে জি বাংলার শোগুলি বরাবরই বিশেষভাবে জড়িয়ে থাকে–সে ধারাবাহিক হোক বা গেম শো। ‘ঘরে ঘরে জি বাংলা’ তেমনই এক শো, যেখানে পরিবারের মানুষদের মধ্যে যে চিরন্তন ভালোবাসা ও একতার ভাবনা সম্পৃক্ত থাকে, উঠে আসবে সেই ছবি। এটি এমন এক অনবদ্য গেম শো, যার প্রতি পর্বে একটি পরিবারের একইসঙ্গে মজাদার ও আবেগপূর্ণ জার্নির বৃত্তান্ত দেখবেন দর্শক। ‘ঘরে ঘরে জি বাংলা’ তুলে আনবে পারিবারিক মূল্যবোধ, আকর্ষনীয় পারিবারিক ইতিহাস, তাদের নিত্য জীবনচর্চা ইত্যাদি, যা দেখতে দেখতে দর্শক খুব সহজেই এর মধ্যে নিজেকে, নিজের পরিবারকে খুঁজে পাবেন। পারিবারিক বন্ড, বাঙালি পরিবারের চিরায়ত যাপনকলা–আজকের প্রজন্মের কাছে সেসব হাজির করাই এই শোয়ের উদ্দেশ্য বলে জানানো হয়েছে চ্যানেলের পক্ষ থেকে।
বলা বাহুল্য, এমন এক শোয়ের সঞ্চালনায় থাকবেন কারা, সেটাও এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের জবাবে পাঠক থুড়ি দর্শক যে অতীব সন্তুষ্ট হবেন, তা আগাম বলে দিতে পারি। বাংলা বিনোদনের দুই প্রতিষ্ঠিত এবং অত্যন্ত জনপ্রিয় নাম আপনাদের জানাবো এবার–ইন্দ্রানী হালদার ও অপরাজিতা আঢ্য। প্রসঙ্গত, গেম শো পরিচালনার অভিজ্ঞতায় দুজনেই সমৃদ্ধ। এঁদের একজন জি বাংলা টিমের সঙ্গে ঘরে ঘরে যাবেন ও পরিবারের সদস্যদের নিয়ে খেলবেন গেম। নানা মজাদার পর্ব থাকবে সেখানে। থাকবে আকর্ষণীয় পুরস্কার। টিম যাবে শহরের বিভিন্ন অঞ্চলে। আম মানুষের ঘরে যাওয়ার পাশাপশি বিভিন্ন সেলিব্রিটির বাড়িতেও যাবে ‘ঘরে ঘরে জি বাংলা’ টিম। দুরন্ত এই শো শুরু হচ্ছে আগামী ২ জানুয়ারি থেকে। দেখবেন সোম থেকে শনি বিকেল ৪.৩০ মিনিটে, জি বাংলায়।