এভারগ্রীন ঋতুপর্ণা
ঋতুপর্ণা সেনগুপ্ত এবার জুটি বাঁধতে চলেছেন ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে– টলিউডের এই সাম্প্রতিক খবরে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শোনা যাচ্ছে ছবিটি আদ্যন্ত একটি রোমান্টিক ছবি। ঋতুপর্ণার ‘মায়াকুমারী’ মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর প্রশংসায় আরও একবার পঞ্চমুখ দর্শক এবং সমালোচকরা। আদতে তিনি যে বাংলা ছবিতে অপরিহার্য, তার প্রমাণ তিনি বহু আগেই রেখেছেন। সবচেয়ে বড় কথা, মশালা ছবিতে সে প্রমাণ রেখেই বসে থাকেননি তিনি। পাশাপাশি ভিন্নধারার এবং নতুন, প্রতিভাবান পরিচালকদের ছবিতেও স্বতন্ত্র রূপে ধরা দিয়েছেন তিনি। ইন্দ্রনীল শুধু নয়, এর আগেও তুলনায় তাঁর চেয়ে কম বয়েসী নায়কদের সঙ্গে সফল জুটি বেঁধেছেন ঋতুপর্ণা। গ্ল্যামারের ক্ষেত্রে আজও শীর্ষে তিনি। বয়স আশ্চর্যরকম ভাবে হার মেনেছে তাঁর কাছে। বাংলা ছবির পর্দায় ঋতুপর্ণা ম্যাজিক তাই চলমান।