ওয়েব সিরিজে টাটা
হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। আজ টাটা-কাহিনি। লিখেছেন মন্দিরা পান্ডা।
জামশেদজি নুসেরওয়ানজি টাটা। জন্ম গুজরাটের নাভসারি শহরে, এক পার্সি পরিবারে। এই তরুণ একদিন নিজের প্রচেষ্টা এবং আত্মবিশ্বাসে ভর করে হয়ে উঠেছিলেন ভারতীয় শিল্পের জনক। কিংবদন্তি এই মানুষটি প্রতিষ্ঠা করেন ভারতের বৃহত্তম সংঘবদ্ধ সংস্থা টাটা গ্রুপ। জামশেদপুর শহরের প্রতিষ্ঠাতাও তিনি। কথিত আছে, স্বাধীনতা পরবর্তী ভারতের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় তাঁর নানান শিল্পোদ্যোগ ছিল মরুভূমিতে ওয়েসিস সম। বহু মানুষের কর্ম সংস্থান থেকে দেশের অভ্যন্তরীণ পরিকাঠামো নির্মাণে টাটা গোষ্ঠী এক সার্বিক ইতিবাচক ভূমিকা পালন করে। বংশানুক্রমে ২০০ বছর ধরে সেই ধারা বহন করে চলেছে এই পরিবার। টাটা পরিবারের নানা সময়ের সেইসব ওঠাপড়ার কাহিনি নিয়ে এবার সরগরম হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম। তৈরি হচ্ছে ওয়েব সিরিজ–শিরোনাম ‘দ্য টাটাস’ !
সিনিয়র জার্নালিস্ট গিরিশ কুবেরের লেখা ‘The Tatas : How a family built a Business and a Nation’ অবলম্বনে আপাতত তিনটি সিজন নিয়ে এই ওয়েব সিরিজ তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছে টি সিরিজ ও অলমাইটি মোশন পিকচার। অলমাইটি মোশন পিকচার-এর পক্ষে প্রভলীন কাউর সন্ধু (Prabhleen Kaur Sandhu) এই খবর জানিয়ে বলেছেন, বছরের পর বছর ধরে টাটা পরিবার যেভাবে ঐক্যবদ্ধ হয়ে বিশ্বের দরবারে ভারতের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে, শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবেই নয়, জাতিগঠনের অন্যতম কারিগর হিসেবেও তারা দায়িত্ব পালন করে চলেছে, তার প্রতি আলোকপাত করাই এই সিরিজের মূল লক্ষ্য। জামশেদজি টাটার যোগ্য উত্তরাধিকারী রতন টাটা সহ সমগ্র টাটা পরিবার ও তাঁর পূর্বপুরুষদের কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে ভিন্নস্বাদের এই সিরিজটি।
প্রসঙ্গত, ভারতীয়দের জাত্যাভিমান যে সিরিজের রন্ধ্রে রন্ধ্রে, সেখানে বিস্তর পড়াশোনা এবং গবেষণা অনিবার্য বলেই দাবি প্রোডাকশন টিমের। সেইমত স্ক্রিপ্ট লেখার কাজও শুরু হয়ে গিয়েছে। চলছে অনুসন্ধানও। ছয় থেকে সাত মাসের মধ্যে, অর্থাৎ, এই বছরের শেষের দিকেই শুরু হবে শুটিংয়ের কাজ। বলা বাহুল্য, রতন টাটার চরিত্রে কোন মুখকে বেছে নেওয়া হবে, তা এখন রীতিমত চর্চার বিষয়। বলিউডে গুঞ্জন রতন টাটার চরিত্রে অভিনয় করার তাগিদে রথী-মহারথীরা ঝাঁপিয়ে পড়েছেন প্রযোজকদের দরবারে। অন্যদিকে ২০০ বছরের ইতিহাস, তাকে পর্দায় আনা–শোনা যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে দীর্ঘ ওয়েব সিরিজ হতে চলেছে এটি। মূলত রতন টাটার ওপরেই নাটকীয় অংশগুলি বিন্যস্ত হবে, এমনই ধারণা সকলের। কারণ, এই মানুষটিকে কেন্দ্র করে সাধারণের আগ্রহের শেষ নেই। আপাতত অপেক্ষা, কবে কোথায় শুরু হয় টাটা পরিবারের বর্ণাঢ্য কাহিনি।