Wednesday, March 12, 2025
কৃষ্টি-Culture

কথা ও কবিতায় দেবাশিসের সঙ্গে আড্ডা

উত্তরবঙ্গবাসী বাচিক শিল্পী দেবাশিস ভট্টাচার্যের পরিচিতি সমগ্র বঙ্গে। একজন সঞ্চালক ও উপস্থাপক হিসেবেও খ্যাত তিনি। আর আছে তাঁর লেখালেখির চর্চা–একটি পত্রিকার সম্পাদক তিনি। আজ সন্ধ্যায় ননস্টপ আড্ডায় তাঁর কাজকর্মের বিষয়ে কথা বলব আমরা। দেবাশিসের কণ্ঠে আবৃত্তিও শুনব আজ সন্ধ্যায়। একটু ভিন্নধারার অতিথি ওরাল সার্জেন ডাঃ শিবালিক মুখার্জি ছিলেন গত শুক্রবার সন্ধ্যার ননস্টপ আড্ডায়। বাইকিং ও ক্যারাটে তাঁর নেশা। এই সন্ধ্যায় সব নিয়েই ছিল আলোচনা। শিবালিকের রোমহর্ষক এডভেঞ্চারের নানান গল্প শুনলাম আমরা গত সপ্তাহে। আগামী শুক্রবার নিউ জার্সির ব্রিজওয়াটার থেকে আমাদের সঙ্গে আড্ডায় থাকবেন বিখ্যাত শ্ৰুতি নাট্যকাৱ ও অভিনেত্ৰী বনানী মুখোপাধ্যায়। নিজের লেখা শ্রুতিনাটক পড়ে শোনাবেন তিনি। তাছাড়াও, তাঁর সৃষ্টিশীল যাপনের নানা কাহিনি শুনব আমরা। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়, আর নিউ জার্সি সময় সকাল ৯.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে এই লাইভ অনলাইন আড্ডা। প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় ননস্টপ বিনোদন চ্যানেলে আয়োজিত ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, চিত্রশিল্প, নাটক, সাহিত্য, রান্না, পর্যটন, ফ্যাশন ও আরও নানাক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই। নিজস্ব প্রতিনিধি