Monday, February 3, 2025
৫ফোড়ন

কপিলকে টা টা সুমনার

সুমনা চক্রবর্তী–হিন্দি টেলিভিশনের এই চেনামুখের বঙ্গকন্যা প্রথম সিজন থেকে ‘দ্য কপিল শর্মা’ শোয়ের সহযাত্রী। আদতে সোনির হিট কমেডি শো ‘কমেডি সার্কাস’-এর জমানা থেকেই দর্শক কপিল-সুমনার দুর্দান্ত কমিক রসায়নের সাক্ষী। এহেন সুমনার ‘দ্য কপিল শর্মা’ শো ছেড়ে দেওয়ার খবরে বাজার এইমুহূর্তে যথেষ্ট গরম। কপিলের এই শো-কে ঘিরে সাফল্যের যে ইতিহাস, সেখানে বরাবর বিতর্কও একটা বড় জায়গা নিয়ে থেকেছে। সুনীল গ্রোভারকে ঘিরে তো তুঙ্গে ওঠে বিতর্ক। বারবার গুঞ্জন শোনা গেছে, কপিল-সুনীলের ঝামেলা মিটেছে। এবার সুনীল ফিরবেন শো-তে। কিন্তু সুনীল ফেরেননি। আর এখন তো চুটিয়ে কাজ করছেন সিনেমা ও ওয়েবসিরিজে। সুমনাও অন্য এক শোয়ের জন্যই নাকি ছাড়ছেন কপিলকে। শোনা যাচ্ছে, নতুন বাংলা শো ‘সোনার বেঙ্গল’-এ হোস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে। জিজেস্ট ইনস্টাগ্রামে এই শোয়ের প্রোমো পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। সুমনার লুক, প্রেজেন্স–সবই মারকাটারি। সব দেখেশুনে কপিলের শোয়ের ভক্তবৃন্দের প্রশ্ন একটাই, সুমনা চলে গেলে ‘দ্য কপিল শর্মা’ শো ফিকে হয়ে যাবে না তো ?