Monday, February 3, 2025
৫ফোড়ন

কফি খেতে রাজি নন

মোটামুটি কান্নাকাটি জুড়ে দিয়েছেন বি টাউনের এক ও অদ্বিতীয় করণ জোহর। কারণ কী ? না তাঁর এই শো-তে নাকি বলিউডের কোনও তারকাই আসতে রাজি হচ্ছেন না। বসতে চাইছেন না করণের কফির টেবিলে। গরম কফির কাপে চুমুক দূরস্থান, দামী গিফ্ট হ্যাম্পার থেকে তাঁর প্রোডাকশন হাউজ ধর্মার ব্যানারে অভিনয়ের সুযোগ–কোনও কথাতেই চিঁড়ে ভিজছে না। সোস্যাল মিডিয়ায় নিন্দুকেরা বলছে, ঠিকই আছে। বলিউডের নেপটিজম চক্রের পান্ডার ক্ষেত্রে এমনটাই হওয়া উচিত। শেষ পর্যন্ত অবশ্য আসল কথাটা বেরিয়ে আসে। যেখান থেকে এই রটনা–একটি ভিডিওতে করণকে বিপর্যস্ত চেহারায় দেখা যায়। সেখানে তিনি ফোনে তারকাদের অতিথি হতে অনুরোধ জানাচ্ছেন আর ‘না’ শুনছেন। আদতে এটি তাঁর হিট শো ‘কফি উইথ করণ’-এর সাত নম্বর সিজনের প্রোমো। ডিজনি প্লাস হটস্টারে আগামী ৭ই জুলাই স্ট্রিমিং শুরু হচ্ছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনের। ঠিক ধরেছেন। এবার আর টিভিতে নয়, ওটিটি প্ল্যাটফর্মে কফির কাপে চুমুক এবং নতুন বিতর্কের জন্ম।