কবিতা ঘরের কবিতা সন্ধ্যা
কবিতার সঙ্গে একটি অমল সন্ধ্যা। আয়োজনে ‘কবিতা ঘর’। গত ১৫ জানুয়ারি এক মনোজ্ঞ শীতকালীন কবিতা সন্ধ্যা উদযাপিত হলো ফেসবুক লাইভে। অনুষ্ঠানে কবিতা পাঠ ও আবৃত্তিতে ছিলেন বাচিকশিল্পী সাগরিকা ভৌমিক, সায়ন্তনী বসু, আইভি ধর ও মধুরিমা কর, সঙ্গে ‘কবিতা ঘর’-এর দুই সদস্য চন্দ্রজা সরকার ও অদিতি দাস। শুধু কবিতাই নয়, আবৃত্তির নানা বিষয় নিয়ে আলোচনা ও আড্ডাও ছিল আয়োজনে। শিল্পীরা প্রত্যেকেই সুন্দর বক্তব্য রাখেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শ্রীমতি গার্গী গাঙ্গুলী।
https://m.facebook.com/story.php?story_fbid=1265979480561312&id=100002968367707