Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

কবি ও মুসাফির

গত ২৭শে মে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলের ননস্টপ আড্ডা মুখরিত হল বিদ্রোহী কবির স্মরণে। কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এদিনের বিশেষ পর্বের নাম ছিল ‘কবি ও মুসাফির’। অনুষ্ঠানের ভাবনা এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক অজন্তা সিনহা। শিল্পীদের মধ্যে ছিলেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী হেমশ্রী পাল ও অর্কপ্রিয়া চ্যাটার্জী, লেখিকা ছন্দা চ্যাটার্জী এবং বাচিক শিল্পী ডঃ নুপুর বসু। প্রায় দেড় ঘন্টা ব্যাপী চলে অনুষ্ঠান। ‘সৃজন ছন্দে’ গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অর্কপ্রিয়া। নূপুর বসুর কণ্ঠে কাণ্ডারি হুঁশিয়ার ছিল এই সন্ধ্যার বিশেষ প্রাপ্তি। ভালো লাগে হেমশ্রীর গাওয়া ‘আমারে দেব না ভুলিতে’। রবীন্দ্রনাথ ও নজরুলেরসম্পর্কের বিষয়টি সুন্দরভাবে আলোচনায় তুলে ধরেন ছন্দা চট্টোপাধ্যায়। কথা-সুর-কবিতার মিশেলে এগিয়ে যায় সেদিনের ননস্টপ আড্ডা। ভিন্ন মাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে ছিল দর্শকবন্ধুদের একরাশ প্রশংসা ও শুভ কামনা।