কমলার ইন্সট্রুমেন্টাল ভার্সন
ফেসবুক থেকে ইউটিউব, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপ–যে কোনও সামাজিক মাধ্যমেই এখন কমলা সুন্দরীর আনাগোনা। বিশিষ্ট সঙ্গীতশিল্পী অঙ্কিতা চক্রবর্তীর গাওয়া ‘কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া’ এখন সোশ্যাল নেটওয়ার্কিং সেনসেশানের কেন্দ্রবিন্দু। আর এবার সেই ট্রেণ্ডে তাল মেলালেন বাংলার খ্যাতনামা লোকগানের দল ‘মহুল’-এর তরুণ শিল্পী সোহম ভৌমিক। তবে, কোনও পাশ্চাত্য ইনস্ট্রুমেন্ট নয়, সমস্ত দেশীয় বাদ্যযন্ত্রের মিশেলে সোহম তৈরি করলেন কমলার নতুন ইনস্ট্রুমেন্টাল ভার্সন। শিল্পী নিজের হাতেই লালমাটির সুর তুলেছেন দোতারা, বাঁশি, খঞ্জিরা, ডুবকি, হারমোনিয়াম ও আরও একাধিক বাদ্যযন্ত্রে। নিজের হাতেই করেছেন সঙ্গীত আয়োজন এবং ভিডিও এডিটিং। সমগ্র আয়োজনের ভাবনায় ছিলেন প্রখ্যাত শিল্পী পার্থ ভৌমিক।
প্রসঙ্গত, পার্থবাবু বলেন, “শ্যুটিং চলাকালীন এক ক্ষুদে কমলা সবাইকে মাতিয়ে রেখেছিল। এইধরনের গান নিয়ে ভবিষ্যতে আরও নতুন কাজ করার পরিকল্পনা রয়েছে। বাকিটা ক্রমশ প্রকাশ্য।” গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড। ফেসবুকের পাশাপাশি এই ইনস্ট্রুমেন্টাল ভার্সনটি মুক্তি পেয়েছে ননস্টপ বিনোদন ইউটিউব চ্যানেলেও। স্বাভাবিকভাবেই শ্রোতামহল পেয়েছে নতুন এক আমেজ। সমস্ত ডিজিটাল স্টোরে গানটি শোনা যাবে।