কাঠগড়ায় পাপারৎজিগণ, রেগে গেলেন তাপসী
পাপারৎজিদের একহাত নিলেন তাপসী পন্নু। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত তাঁর আপকামিং ছবি ‘দোবারা’র এক প্রমোশনাল ইভেন্টে হঠাৎই ধৈর্য হারিয়ে ফেলেন বলিউডের এই কুল মেজাজের কন্যা। তাপসী বদমেজাজী এমনটা তাঁর অতি বড় শত্রুও বলতে পারবে না। সচরাচর হাসিখুশি মেজাজেই থাকেন তিনি। পাপারৎজিদের সঙ্গেও তাপসীর ব্যবহারে অসৌজন্য দেখেনি কেউ। এহেন তাপসী অনুষ্ঠান স্থলে প্রবেশের মুখে পাপারৎজিদের ছবি তুলতে দেওয়ার অনুরোধে কেন যে বেঁকে বসলেন ! এটা ঠিক, সবসময় মানুষের মুড একরকম থাকে না। কিন্তু পাপারৎজিরাই বা শুনবেন কেন ? তাঁদের কথায়, আমরা দু ঘন্টার বেশি সময় অপেক্ষা করছি, আমাদের অনুরোধ রাখতেই হবে। তাপসী অনুরোধ না রেখে চলে যাওয়ায় সঙ্গে সঙ্গে সোস্যাল মিডিয়ায় ঝড় ! ঝড়টা তোলেন উপস্থিত পাপারৎজিরাই। এই প্রেক্ষিতে তাপসীর মন্তব্য, সব দোষ সবসময় অভিনেতাদেরই। বাকি সবাই নির্দোষ। তাঁর ইঙ্গিত পাপারৎজিদের প্রতি বোঝাই যাচ্ছে। তবে, এই সবই তাৎক্ষণিক। পাপারৎজি বলুন বা তারকা–এঁদের একে অপরকে ছাড়া চলবে না কোনও দিনও, এ তো একটা শিশুও জানে।