কান্না লুকোনো হাসিতে অর্চনা
রঙিন দুনিয়ার মানুষজনের বাইরেটাই সচরাচর দেখি আমরা। কত রকম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যে যেতে হয় ওঁদেরও। তার থেকেও বড় কথা, পরিস্থিতি যেমনই হোক, যন্ত্রনা লুকিয়ে কাজ করে যেতে হয়। এমনই এক পরিস্থিতির কথা সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও সুপার কমেডিয়ান অর্চনা পূরণ সিং। তিনি তখন এক লাফটার চ্যালেঞ্জ শোয়ের বিচারকের কাজ করছেন। একদিনের কথা। অর্চনার শ্বাশুড়ি খুবই অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। কাজের মধ্যেই অর্চনা খবর পেলেন, মারা গেছেন তাঁর শ্বাশুড়ি। তিনি তখনই সেট ছেড়ে হাসপাতালে ছুটে যেতে চাইলেন। তারপরের কথা ওঁর নিজের মুখেই শুনুন, “আমি যখন বললাম, আমাকে যেতেই হবে, প্রোডাকশন হাউজের পক্ষ থেকে আমায় বলা হলো, যাবার আগে ক্যামেরার সামনে রিয়াকশন শটগুলো দিয়ে যান। ভাবুন একবার আমার অবস্থা ! আমি আমার শ্বাশুড়িকে খুবই ভালোবাসতাম। ওই অবস্থায় কী করে রিয়াকশন দেব ? কিন্তু দিতে হয়েছিল। নাহলে ছাড়া পেতাম না ! “