কাশ্মীর ফাইলের কোপে
বোঝো কান্ড ! পিএম মোদির ফেভারিট স্বয়ং অক্ষয় কুমারের ছবি ‘বচ্চন পান্ডে’-র শো বন্ধ করে দিল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর উন্মাদ ভক্তের দল। তাদের যুক্তি হলে শুধু ‘দ্য কাশ্মীর ফাইলস’ চলবে। আর কোনও ছবি নয়। অন্ধ অনুরাগের এটাই সমস্যা। দিকবিদিক জ্ঞানশূন্যতার দিকে ঠেলে দেয় মানুষকে। ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরের এক মাল্টিপ্লেক্সে। সম্প্রতি সেখানে আচমকাই একদল লোক ঢুকে, গায়ের জোরে অক্ষয়ের শো বন্ধ করার হুমকি দেয়। তাদের দাবি মাল্টিপ্লেক্সের সব স্ক্রিনে শুধুমাত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’-ই দেখাতে হবে। এরপর থেকে মাঝে মাঝেই উন্মত্ত অনুরাগীর দল এসে হাজির হচ্ছে সিনেমাহলে। তাদের কিছু লোক সিনেমা দেখছে, আর কিছু বিনা কারণেই ঝামেলা করছে। সিনেমা হলের লোকেদের সঙ্গেও সংঘাতেও জড়াচ্ছে তারা। প্রসঙ্গত, মুক্তির পর থেকেই অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর কোপের মুখে। এই ছবির জন্য প্রায় ৪০০ থেকে ৫০০টি স্ক্রিন হাতছাড়া হয়েছে বচ্চন পাণ্ডের। এবার বন্ধ হল অক্ষয়ের ছবির শো।