কুপিত শেহনাজ
কারওর সঙ্গে সামান্য ঘনিষ্ঠ হওয়া মানেই সে আমার বয়ফ্রেন্ড, এমন ভাবার কোনও কারণ নেই–ডান্সার, কোরিওগ্রাফার, অভিনেতা রাঘব জুয়াল প্রসঙ্গে এভাবেই তীব্র প্রতিক্রিয়া জানান শেহনাজ গিল। বিগ বস সিজন ১৩-য় বেশ সাড়া ফেলে দিয়েছিলেন শেহনাজ এবং তাঁর তারকা স্টেটাস রাতারাতি তুঙ্গে পৌঁছয় এই শো-কে ঘিরেই। রাঘব ও শেহনাজের সম্পর্ক নিয়ে বি টাউনে গুঞ্জন ছিলই। এরপর ওঁরা স্ক্রিন শেয়ার করেন ‘কভি ঈদ কভি দিওয়ালি’ ছবিতে। বলিউডের এই আপকামিং অ্যাকশন কমেডির শুটিংয়ের অবকাশে তাঁদের সম্পর্কের রসায়ন আর একটু গাঢ় হবে, সেটাই স্বাভাবিক। একই জায়গায় ছুটি কাটাতে গেছেন তাঁরা, সেটাও নজর এড়ায়নি গসিপ লিখিয়েদের। ফলে, তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেই যান, রাঘব হলো শেহনাজের বয়ফ্রেন্ড। ভিতরে যাই থাক, তাঁকে নিয়ে এইসব চর্চা হচ্ছে জানতে পেরেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন শেহনাজ। রাঘবের প্রতিক্রিয়া অবশ্য পাওয়া যায়নি।।