Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

কোয়ার্টার ফাইনালে দেব-প্রসেনজিৎ এক মঞ্চে

দেখতে দেখতে এসে গেল কোয়ার্টার ফাইনাল রাউন্ড। স্বাভাবিক ভাবেই প্রতিযোগীরা সকলেই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। অনুশীলন তুঙ্গে। প্রস্তুতিতে কোনও ত্রুটি যেন না থাকে। সবচেয়ে বড় কথা, এই পর্বে অতিথি হিসেবে আসছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ। এছাড়া দেব তো আছেনই। দু’দুজন তারকার উপস্থিতিতে উজ্জ্বল হয়ে উঠবে ডান্স ডান্স জুনিয়র সিজন ৩-এর কোয়ার্টার ফাইনাল রাউন্ড। থাকবে এক একটি ধামাকাদার পারফরম্যান্স।

Img 20221123 Wa0057 2
কোয়ার্টার ফাইনালে দেব-প্রসেনজিৎ এক মঞ্চে 3

খুদে তারকা কথাকলি প্রতি সপ্তাহেই আসর মাতিয়ে রাখে। এই সপ্তাহে তার পারফরম্যান্স দেখে প্রসেনজিৎ কথাকলিকে তাঁর নায়িকা বলে অভিহিত করেন আর অনুরোধে অটোগ্রাফও দেন। এই মঞ্চেই দেখুন বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ আর দেবের ডান্স ধামাকা। সব মিলিয়ে দুর্দান্ত এই পর্ব থাকছে আগামী শনি-রবি রাত ৯.৩০ মিনিটে, স্টার জলসায়।