ক্লিক ওটিটি চ্যানেলে দেখুন উত্তম স্মরণী
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে।
বাংলার মহানায়ক। বাঙালির আল্টিমেট সিনেমা-গুরু। শুধু রোমান্টিক নায়ক হিসেবে নন, তিনি ছিলেন একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন অতুলনীয় অভিনেতা। কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকীতে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এলো ‘উত্তম স্মরণী’। উত্তম কুমারের উজ্জ্বল অভিনয় জীবনের স্মৃতিকে সম্মান জানাতে মহানায়কের গুণমুগ্ধ দর্শকদের জন্যে তারা এনেছে এই অবিস্মরণীয় আয়োজন। উত্তম কুমারের অভিনয় দক্ষতার বিস্তৃত পরিসরের পরিপ্রেক্ষিতে তাঁর বিখ্যাত ছবিগুলির একটি বিশেষ সংগ্রহ তৈরি করা হয়েছে।
এই বিশেষ সংগ্রহ অর্থাৎ উত্তম অভিনীত বাছাই ৩১টি আইকনিক সিনেমা স্ট্রিমিং করার মাধ্যমে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছে ক্লিক। দর্শকরা উত্তম কুমারের অভিনয়ের জাদুকে পুনরুজ্জীবিত করার, তার চিত্তাকর্ষক চিত্রায়নে নিজেদের নিমজ্জিত করার এবং বাংলা চলচ্চিত্রে তার স্থায়ী প্রভাবের প্রশংসা করার সুযোগ পেয়েছেন এই সূত্রেই। ছবিগুলিতে রয়েছে শীর্ষস্থানীয় অভিনেত্রীদের সঙ্গে তাঁর দুরন্ত রসায়ন থেকে শুরু করে উত্তম কুমার অভিনীত স্মরণীয় চরিত্রগুলি, যা লক্ষাধিক মানুষের হৃদয় স্পর্শ করেছে। সমগ্র জুলাই মাস ব্যাপি স্ট্রিমিং হচ্ছে ছবিগুলি। এই ইভেন্টটি উত্তম কুমারের ভক্তদের জন্য একটি নস্টালজিক যাত্রা এবং ভারতীয় সিনেমার একজন অন্যতম কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানানোর প্রতিশ্রুতি।
আজ থেকে পরপর দেখুন–কায়াহীনের কাহিনি, বিরাজ বউ, যদুবংশ, ব্রজবুলি, রাতের রজনীগন্ধা, রোদন ভরা বসন্ত, নতুন তীর্থ, অসাধারণ, নগর দর্পণে, হোটেল স্নো ফক্স, দুই পুরুষ। প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তির সাহায্যে ছবিগুলিকে উৎকর্ষ ফরম্যাটে দেখানোর ব্যবস্থা করেছে ক্লিক, যা বিশেষভাবে উল্লেখযোগ্য। এর ফলে, দর্শক পর্দায় তাঁদের প্রিয় ছবিগুলি দেখার এক নবতর অভিজ্ঞতা সঞ্চয় করবেন।