Monday, February 3, 2025
৫ফোড়ন

খোলামেলা বেগমকথা

সিনেমায় অভিনয় করার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। পুরোটাই এক আকস্মিক ঘটনা। সম্প্রতি দিল্লির ‘ব্রেকিং দ্য বাউন্ডারিজ’ নামের এক ইভেন্টে ঠিক এমনটাই জানিয়েছেন শর্মিলা ঠাকুর তাঁর অভিনয়ে আসা প্রসঙ্গে। আলোচ্য অনুষ্ঠানে একেবারে খোলামেলা মেজাজে বেগম তাঁর কেরিয়ার ও ব্যাক্তি জীবনের নানা বিষয়ে আলোচনা করেন। পতৌদির নবাব মনসুর আলি খানের সঙ্গে তাঁর প্রেম ও বিয়ে থেকে ‘অ্যান ইভিনিং ইন প্যারিস’ ছবিতে শর্মিলার বিকিনি পরাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠা–সবক্ষেত্রেই স্বচ্ছ ও প্রাঞ্জল ছিলেন তিনি। তাঁর কথায়, এখন নায়িকারা যেসব পোশাক পরেন ছবিতে, তার তুলনায় ছয়ের দশকে পরা তাঁর বিকিনি ছিল খুবই সাধারণ ব্যাপার ! সত্যিই তাই। সেই সময়ের হিসেবে, গল্পের প্রয়োজনে বেড়া ভাঙার পথে হাঁটতে দ্বিধা করেননি ঠাকুরবাড়ির এই কন্যা। আজকাল তো কারণে, অকারণে সাহসী পোশাক পরেন প্রায় সকলেই। বেড়া ভাঙার প্রয়োজন ফুরিয়েছে বহুদিন।