Monday, February 3, 2025
বিনোদন প্লাস স্পেশাললাইম-Light

‘গডফাদার’ মুক্তির অপেক্ষায় তামাম ভাইজান ভক্ত

আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই সলমন খানকে। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল–জানান পরিচালক মোহন রাজা। সলমন খান অভিনীত প্রথম তেলুগু ছবি ‘গডফাদার’ নিয়ে লিখেছেন চয়নিকা বসু

এই মুহূর্তে একটা হিট ভাইজানের জন্য কতটা জরুরি, বলার অপেক্ষা রাখে না। তাঁর হোম প্রোডাকশন ‘দাবাং ৩’ বাকি দুটি ফ্র্যাঞ্চাইজির মতো স্কোর করতে পারেনি। আর এক হোম প্রোডাকশন ‘রাধে’ তো সুপার ফ্লপ। আরও যেটা বলার, সংবাদ মাধ্যমের সমালোচকরা এই ছবিকে রীতিমতো তুলোধোনা করেন। এমতাবস্থায় কিছুটা মুখ রক্ষা করছে ‘বিগ বস’ ! সেখানে হোস্ট সলমন খানের আধিপত্য প্রশ্নাতীত। ফ্লপের ধাক্কা আগেও সামলে উঠে দাঁড়িয়েছেন ভাইজান। এবারেও ব্যতিক্রম হবে না, সল্লু মিঞার ভক্তকুল সেই বিষয়ে আশাবাদী।

আর এই আশার অনেকটা জুড়েই আছে ভাইজানের আপকামিং তেলুগু পলিটিক্যাল থ্রিলার ‘গডফাদার’! নাহ, ১৯৭২-এর বহু আলোচিত ফ্রান্সিস ফোর্ড কোপোলা পরিচালিত আল পাচিনো, মারলিন ব্রান্ডো, রবার্ট ডি নিরো অভিনীত ‘গডফাদার’-এর সঙ্গে এর মিল খুঁজতে যাবেন না। এ হলো ২০১৯-এর সুপারহিট মালায়ালম ছবি ‘লুসিফার’-এর রিমেক। পরিচালনা মোহন রাজা। প্রযোজনা কোনিডেলা প্রোডাকশন কোম্পানি এবং সুপার গুড ফিল্মস এর পক্ষে রাম চরণ, আর বি চৌদরি ও এন ভি প্রসাদ। সলমন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী, সত্য দেব ও নয়নতারা প্রমুখ। সিনেমাটোগ্রাফি নীরব শাহ। সম্পাদনা মার্থান্ড কে ভেঙ্কটেশ। মিউজিক থমন এস। প্রসঙ্গত, ‘গডফাদার’-কে ঘিরেই ভাইজান তেলুগু ছবির দুনিয়ায় পা রাখতে চলেছেন।

Salmankhangodfather21648225376
'গডফাদার' মুক্তির অপেক্ষায় তামাম ভাইজান ভক্ত 10

‘গডফাদার’-এর প্রথম ঘোষণা হয় ২০২০-তে। লিড রোলে ঘোষিত হয় চিরঞ্জীবীর নাম। প্রথমে ঠিক হয় সুজীথ এ ছবি পরিচালনা করবেন। তেলুগু ভাষায় কাহিনি বিন্যাসের কাজটাও তিনিই করছিলেন। পরে অবশ্য তিনি সরে যান, কিছু মতপার্থক্যের কারণে। যাই হোক, শেষ পর্যন্ত ‘গডফাদার’ পরিচালনার দায়িত্ব বর্তায় মোহন রাজার ওপর। ছবি শুরু করবার আগে পূজার চিরন্তন (মহরত) প্রথা মেনে ২০২১-এর জানুয়ারিতে হায়দরাবাদে এর অফিসিয়াল উদ্বোধন হয়। ২০২১-এর আগস্ট মাসে শুরু হয় ‘গডফাদার’-এর শুটিং, মূলত হায়দরাবাদ, মুম্বই ও উটিতে।

সলমন খানের কাছে ‘গডফাদার’-এ অভিনয়ের প্রস্তাব আসে শুটিং পর্ব শুরু অর্থাৎ আগস্টেই। ‘লুসিফার’-এর পৃথ্বীরাজ সুকুমারন কাহিনির একেবারে কেন্দ্রবিন্দুতেই রয়েছে। ‘গডফাদার’-এ সেই রোলটিই করছেন সলমন।। চিরঞ্জীবীর প্রায় সমান্তরাল রোল করছেন তিনি এখানে। এই প্রসঙ্গে অন্য এক ছবির প্রমোশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুদিন আগেই চিরঞ্জীবী জানান, সলমনের দুর্দান্ত দেহ সৌষ্ঠবই (পড়ুন মাসল) তাঁদের ওঁর সম্পর্কে ভাবতে বাধ্য করে। তাহলে কি অভিনয় এখানে গুরুত্বপূর্ণ নয় ?

Images 14 2
'গডফাদার' মুক্তির অপেক্ষায় তামাম ভাইজান ভক্ত 11

এই নিয়ে অবশ্য মোটেই কোনও বিতর্ক দানা বাঁধেনি। কারণটা পরিষ্কার। এদেশে একশন নির্ভর পলিটিক্যাল থ্রিলারে যেভাবে চরিত্রগুলি বিন্যস্ত হয়, সেক্ষেত্রে সূক্ষ অভিব্যক্তি-পূর্ণ অভিনয়ের থেকেও গুরুত্ব পায় পর্দায় দাপুটে অভিনয়ে বিষয়টিকে প্রতিষ্ঠিত করা। এক্ষেত্রে ভাইজান যে বি টাউনের অন্যতম সেরা, তাতে সন্দেহ কী ? এবার তেলুগু ছবির দর্শক, বলা ভালো, দক্ষিণী ফিল্মি দুনিয়া দেখবে তাঁর কামাল। এই ছবিতে একটি ডান্স সিকোয়েন্সেও আছেন সলমন, যার কোরিওগ্রাফার প্রভুদেবা। সঙ্গে চিরঞ্জীবীও আছেন দৃশ্যটিতে। দক্ষিণী তারকারা সকলেই ডান্সের ক্ষেত্রে সুপার স্মার্ট। সল্লু মিঞার এ ব্যাপারে খুব সুনাম নেই। প্রভুদেবা নিশ্চয়ই তাঁর ক্ষমতার সীমাবদ্ধতা মাথায় রেখেই কোরিওগ্রাফি করেছেন।

দলের সুপ্রিম নেতা, রাজ্যের প্রশাসনিক প্রধানের মৃত্যুর ফলে সরকারি ব্যবস্থা বা রাজনৈতিক দলগত ক্ষেত্রেই শুধু শূন্যতা সৃষ্টি হয়, তা নয়। সেই শূন্যতা বিরাজ করে রাজ্যের সর্বত্র। কে বা কারা হবে এই মানুষটির উত্তরাধিকারী ? যোগ্যতা-অযোগ্যতার প্রশ্ন তো আছেই। এছাড়াও শুরু হয়ে যায় ক্ষমতা দখলের লড়াই। ন্যায়-অন্যায়, ভালো-মন্দের ফারাক সূক্ষ থেকে সূক্ষ্মতর হয়ে একটা সময় মিলিয়ে যাওয়ার উপক্রম হয়। এরই পাশাপাশি অপরাধ জগৎ ! রাজনীতি আর অপরাধ তো একেবারে হাত ধরাধরি করে চলে। মোটামুটি এমনই এক গল্পে ‘লুসিফার’ ছিল এক সুপারহিট ছবি। এবার তেলুগু ‘গডফাদার’ কতখানি কামাল করে, সেটাই দেখার।

শেষ করবো ভাইজানের কথা দিয়েই। এটা তো ঠিক, তেলুগু কেন হিন্দি ফিল্মি দুনিয়ার বাইরে যেখানেই কাজ করুন সলমন, পর্দায় তাঁর দাবাং উপস্থিতি ছবির বাণিজ্যে একটা আলাদা মাত্রা যোগ করে। সারা বিশ্বে ছড়িয়ে সল্লু মিঞার ফ্যানকুল। ছবি দ্বিভাষিক (তেলুগু ও হিন্দি) হোক বা বহুভাষিক অথবা নিছক ডাবিং–হিন্দি ভাষাভাষী দর্শক সুযোগ পেলেই দেখবেন ভাইজানের ছবি।  অর্থাৎ, এ ছবি হিট হলে, কৃতিত্বের ভাগীদার হবেন আমাদের ভাইজানও।

ইউনিটের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে সলমন বরাবর সকলের থেকে এগিয়ে। স্বভাবতই খুশি নায়ক চিরঞ্জীবী থেকে সকলেই। ভাইজানের বিপুল প্রশংসা করে পরিচালক মোহন রাজা বলেছেন, “শুটিং শেষ হলো ‘গডফাদার’-এর। আমি আমার হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই সলমন খানকে। ওঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল। এতখানি সহযোগিতা করেছেন উনি, যে কাজটা খুব স্বচ্ছন্দে দ্রুত এগিয়ে গেছে।” সলমনের সঙ্গে কাজের অভিজ্ঞতালব্ধ একটি ভিডিও-ও শেয়ার করেছেন মোহন। এই বাবদ তিনি ধন্যবাদ জানান চিরঞ্জীবীকেও। বলেছেন, ওঁর জন্যই সলমনকে পেয়েছি আমরা।

এ বছরের অক্টোবরে মুক্তি পাচ্ছে ‘গডফাদার’, পূজা, দশেরা, দিওয়ালি, ঈদ ইত্যাদি যাবতীয় উৎসবকে সামনে রেখে। ‘ভাইজান’ নামেই সলমন খানের হোম প্রোডাকশন মুক্তি পাওয়ার কথা এই বছরই। তারিখ কোনোটারই জানা যায়নি এখনও। তবে, ‘গডফাদার’ নিয়ে কিছুটা বাড়তি উত্তেজনা রয়েছে। তাঁর তেলুগু ছবিতে ডেবিউ থেকে চিরঞ্জীবীর মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করা–ভক্তরা তাঁদের প্রত্যাশার পারদ চড়িয়েই রাখছেন। বাকি ভাইজানের পর্দা ভাগ্য।