গানে গানে ঠাকুরগাঁও-ঝাড়গ্রাম-কলকাতার একত্রীকরণ, উদ্যোক্তা সোহম ভৌমিক
রাজ্যজুড়ে লকডাউন ও বিধিনিষেধ। তবে থেমে নেই শিল্পচর্চা। সমকালীন পরিস্থিতির মাঝেই শ্রোতাদের একের পর এক মনমুগ্ধকর গান শুনিয়েছে জনপ্রিয় লোকগানের দল “মহুল”। কার্যত বেশ কিছুদিন আগে মহুলের অতি পরিচিত মুখ সোহম ভৌমিক এর গাওয়া “গাড়ি চলে না” গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। এবার তারই উদ্যোগে বাংলাদেশের ঠাকুরগাঁও এবং পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম ও কলকাতার শিল্পীরা একসাথে গান গাইলেন।
সকলকে আরো একবার চমকে দিয়ে মহুলের এবারের নিবেদন লালনগীতি “আমার ঘরখানায় কে”। সমবেত এই প্রচেষ্টায় বাংলাদেশের ঠাকুরগাঁও থেকে দীপাশ্রী রায় পপি, ঝাড়গ্রাম থেকে মন্দিরা পাণ্ডা এবং কলকাতা থেকে বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী পার্থ ভৌমিক এবং সোনাই সেন অংশগ্রহণ করেছেন। সোহম নিজেও গানটিতে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেই নিজের বাড়ি থেকে গান গেয়েছেন এবং ভিডিও রেকর্ড করেছেন। মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং ভিডিও এডিটিং করেছেন সোহম নিজেই। মিক্সিং করেছেন দূর্গেশ প্রসাদ। নির্দেশকের ভূমিকায় রয়েছেন পার্থ ভৌমিক। প্রসঙ্গত সোহম বলেন,”বাড়িতে থেকে এভাবে সবার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লাগছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবেই ভার্চুয়ালি আরো কাজ করবো।” মহুল -এর প্রাণপুরুষ পার্থবাবু বলেন, ” শিল্প কখনো সীমানা মানে না, গানে গানে এভাবেই এপার বাংলা-ওপার বাংলা মিলেমিশে যাক। কঠিন সময়ে শিল্প-সংস্কৃতি মানুষের মনে সদর্থক ভাবনা সঞ্চার করবে এই আশা রাখি।”
গানটি বিভিন্ন ইউটিউব চ্যানেল যেমন- মহুলের নিজস্ব ইউটিউব চ্যানেল, নন-স্টপ বিনোদন প্রভৃতি চ্যানেলে আপলোড করা হয়েছে। এছাড়া সোহম ভৌমিক নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকেও গানটি পোস্ট করেছেন। পাশাপাশি সমস্ত ডিজিটাল স্টোর যেমন JioSaavn, Gaana, iTunes, Amazon, Spotify প্রভৃতি জায়গায় থাকবে গানটি এবং এয়ারটেল,জিও ও ভোডাফোনের উপভোক্তারা এই গানটিকে কলার টিউন হিসেবে ব্যবহার করতে পারবেন। গানটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন পার্টনার ওটিটি সলিউশনস প্রাইভেট লিমিটেড।
প্রসঙ্গত ওটিটি-র কর্ণধার সুদীপ বসু বলেন, “মহুলের প্রচেষ্টাকে কুর্নিশ জানাই। ভারত-বাংলাদেশের এই সম্মিলিত প্রয়াস দর্শকদের আপ্লুত করবে আশা রাখি। সকলের জন্য শুভ কামনা রইলো। “
গানটি শোনার জন্য নিম্নোক্ত লিংকটিতে ক্লিক করতে পারেন।