গ্যাংস্টার কঙ্গনা
অন্য ধর্ম ও সম্প্রদায়কে গালিগালাজ, কটূক্তি করার ঠিকা নিয়ে কাদের মনোরঞ্জন করতে চাইছেন এই গ্যাংস্টার কন্যা, তা আজ সকলের কাছেই পরিষ্কার। এদেশের ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চরিত্রটিকে কালিমালিপ্ত করার প্রয়াস নিয়েছেন কঙ্গনা। সম্প্রতি শিখ সম্প্রদায়কে ‘খালিস্থানী’ বলেছেন তিনি। বিষয়টা আইন-আদালত পর্যন্ত গড়িয়েছে। উনি একসময় অভিনয়টা ভালোই করতেন। সিনেমার সঙ্গে কঙ্গনার এখন যতটুকু সম্পর্ক, সেও শিল্প নয়, রাজনীতির ছোঁয়ায় গেরুয়া। উনি রাজনীতির ময়দানে নামতেই পারেন। কিন্তু দেশের সামাজিক ভারসাম্য নষ্ট করার জন্য নয়। সেটা হলে তাঁর ভক্তরাও কঙ্গনাকে ক্ষমা করবেন না।