চটলেন জয়া বচ্চন
পাপারাৎজিদের ওপর আবার একহাত নিয়েছেন জয়া বচ্চন। আর তাই নিয়েই শুরু হয়ে গেছে বিতর্ক ! কিছুদিন আগে এক ফটোগ্রাফার জয়াজির ছবি তুলতে যেতেই তিনি বলে ওঠেন, এয়সে লোগো কো নৌকরি সে নিকাল দেনি চাহিয়ে ! এর আগেও এমন ঘটনা বহুবার ঘটেছে। অনুমতি ছাড়া ছবি তোলা পছন্দ করেন না জয়াজি। কিন্তু পাপারাৎজিদের মাথায় সেসব থাকে না। তারা অভিনেত্রী-সাংসদকে দেখলেই অভ্যাসবশত ক্লিক করে। সঙ্গে সঙ্গেই জয়াজিও তার প্রতিবাদ স্বরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যথারীতি তাঁর রুদ্র-রূপ নিয়ে ভিডিও তৈরি হয় এবং সেসব ট্রোল হতে থাকে সোশ্যাল মিডিয়ায় ! এবারেও তেমনটাই ঘটেছে। সম্প্রতি ইন্দোর এয়ারপোর্টে একজন ফটোগ্রাফারকে তিনি বলে ওঠেন, প্লিজ ডোন্ট ক্লিক মাই পিকচার্স, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ ? এরপরও চুপ করে বসে থাকবে পাপারাৎজিরা ? এই কান্ডটিও ভিডিওর মাধ্যমে ছড়িয়ে পড়ে ! খবরে প্রকাশ, অমিতাভ বচ্চনও জয়াজির সঙ্গে ছিলেন। তবে, তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। মনে মনে নিশ্চয়ই লজ্জিত হয়েছেন ! কেন না, তিনি মানুষজনের সঙ্গে ঠিক বিপরীত ব্যবহারটাই যে করেন ! কিন্তু, জয়াজির ক্ষেত্রে কী বা করবেন তিনি ?!