Monday, February 3, 2025
ওয়েব-Wave

চেনা ছকে অচেনা ছন্দ ‘মেড ইন হেভেন’-এ

হাতে হাতে স্মার্টফোন। তরুণ প্রজন্মের চোখ ইদানীং নিত্যনতুন ওয়েব সিরিজে। সারা বিশ্বের স্ট্রিমিং বিনোদন এখন হাতের মুঠোয়। সেইসব সিরিজ নিয়েই নানাকথা এই বিভাগে। এই সপ্তাহে ‘মেড ইন হেভেন’ নিয়ে লিখেছেন মৃণালিনী ঠাকুর

দক্ষিণ দিল্লির এক ওয়েডিং প্ল্যানিং এজেন্সি ‘মেড ইন হেভেন’। মালিক তারা খান্না এবং করণ মেহরা। তারার স্বামী একজন শিল্পপতি, নাম আদিল খান্না। আদিলের পরিবার উত্তরাধিকার সূত্রেই সম্পদশালী। তবে, তারা এতে খুশি নয়। সে উচ্চাকাঙ্খী। তারা চায় নিজের ব্যবসা দাঁড় করাতে। তার পার্টনার করণ অবশ্য একেবারেই ছাপোষা পরিবারের। অর্থকষ্টে ভোগে। এই বাবদ লড়াইও চলে তার। করণ একজন সমকামী। পাঠক মাফ করবেন, এমনভাবে চিহ্নিত করাটা বেমানান হলেও, তথ্য প্রকাশের কারণে বলতেই হলো। কে না জানে, এদেশে সমকামী হওয়াটা আজও পাপ এবং অপরাধ বলেই স্বীকৃত।

Images 1 3
চেনা ছকে অচেনা ছন্দ 'মেড ইন হেভেন'-এ 6

আমাজন প্রাইমে প্রদর্শিত ‘মেড ইন হেভেন’ শুরু হচ্ছে এমনই এক পটভূমিতে, যেখানে আমরা দেখি তারা ও করণের এজেন্সি এক প্রবল প্রতিযোগিতার মুখে। তাদের শত্রু ওয়েডিং প্ল্যানারের নাম ‘হারমনি’। ক্ষমতাশালী ও বিখ্যাত রোশন বংশের ছেলে অঙ্গদ রোশনের বিয়ের সম্পূর্ণ কাজটা কারা করবে, তাই নিয়েই চলছে হাড্ডাহাড্ডি লড়াই়। অঙ্গদের বাবা মা তার প্রেমিকা আলিয়াকে বিশ্বাস করে না। সেই কারণেই তারা করণ ও তারাকে আলিয়াকে চোখে চোখে রাখতে, তার পিছনে লাগিয়ে রেখেছে। আলিয়া কুমারী নয়, তার একবার এবরশনও হয়েছে, এইসব অজুহাতে অঙ্গদের সঙ্গে আলিয়ার বিয়েটা বাতিল করার চেষ্টা চলে। তারা ও করণ পৃথক পৃথকভাবে সম্পূর্ণ বিষয়টি সামলাবার চেষ্টা করে, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। আদতে উচ্চবিত্ত ও শিক্ষিত সমাজের বাইরের চাকচিক্যের আড়ালে লুকোনো অন্ধকারের গল্পগুলি বেরিয়ে আসে এভাবেই।

একদিকে চিরন্তন ভারতীয় রক্ষণশীলতা, যা সবাইকে নিয়ে চলতে চায়। উল্টোদিকে আধুনিক ভাবনার ব্যক্তি স্বাধীনতা ও স্বাধীন চিন্তাযুক্ত স্বপ্ন ও প্রত্যাশা। দুইয়ের মধ্যে যে টানাপোড়েন, সেটাই উঠে এসেছে ‘মেড ইন হেভেন’-এর পর্বে পর্বে। প্রতিটি বিয়ের ক্ষেত্রে করণ ও তারা প্রবেশ করে একজন বর ও তার পরিবার এবং একজন কনে ও তার বাড়ির লোকের জীবনে। আর সবক্ষেত্রেই প্রকাশ্যে আসে নতুন নতুন নাটক। প্রাচীন ও আধুনিক, উচ্চ ও মধ্যবিত্ত, জাত-ধর্ম-ভাষা–এইসব জটিল অবস্থানগত দিকগুলি তো আছেই। তারা-করণের নিজেদের জীবনের জটিলতা বা আশা-নিরাশাও অনেক ক্ষেত্রেই তাদের স্বচ্ছ দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। তবে, শুধু বিবাহজনিত পারিবারিক নাটকই নয়, এই সিরিজের অনেকটা জুড়ে প্রেমের মোহময় উড়ানও দেখতে পারেন দর্শক। সবকিছুর শেষে তো প্রেমেরই জয় হয় !

Images 4 3
চেনা ছকে অচেনা ছন্দ 'মেড ইন হেভেন'-এ 7

এক্সেল এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘মেড ইন হেভেন’-এর প্রথম সিজন তৈরি হয়েছে ৯ টি পর্বে। প্রদর্শন শুরু ২০১৯-এ। আমাজন ফিকশনাল অরিজিনাল এই সিরিজের স্রষ্টা জোয়া আখতার ও রিমা কাতগি। প্রতিভাবান এই জুটি নিজেরাই লিখেছেন এর কাহিনি, সঙ্গে আছেন অলঙ্কৃতা শ্রীবাস্তব। পরিচালনা জোয়া আখতার, নিত্য মেহরা, প্রশান্ত নায়ার, অলঙ্কৃতা শ্রীবাস্তব। অভিনয়ে সভিতা ধুলিপালা (তারা), অর্জুন মাথুর (করণ)। আছেন কল্কি কয়েচলিন, জিম সর্ভ, শশাঙ্ক অরোরা, শিবানী রঘুবংশী, নীল মাধব, বিজয় রাজ, নাতাশা সিং, বিনয় পাঠক, দলীপ তাহিল, মানিনী মিশ্র, আয়েশা রাজা মিশ্র, সুচিত্রা পিল্লাই প্রমুখ। এর মধ্যে বেশ কয়েকটি নাম হিন্দি বিনোদনের ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে। ‘মেড ইন হেভেন’-এ নতুন অবতারে তাঁদের দেখতে পাওয়াটা নিঃসন্দেহে ভিন্নমাত্রার এক অভিজ্ঞতা দর্শকের কাছে। আছেন এর থেকেও নামী দামি তারকা, যাঁরা অতিথিরূপে অবতীর্ণ হলেও উল্লেখযোগ্য। এঁদের মধ্যে যেমন দীপ্তি নাভাল, নীনা গুপ্তা, শিশির শর্মার মতো অভিনেতা আছেন। তেমনই আছে শ্বেতা ত্রিপাঠী, পুলকিত সম্রাট, অদিতি যোশী, রসিকা দুগলের মতো নাম। এছাড়াও দ্বিতীয় সিজনের জন্য উল্লেখিত নামগুলি হলো মোনা সিং, সমীর সোনি, নীলম কোঠারি ও সঞ্জয় কাপুর। আপাতত খবর, ২০২৩-এর মার্চে আসতে চলেছে এই হিট সিরিজের দ্বিতীয় সিজন।