Monday, February 3, 2025
৫ফোড়ন

চ্যালেঞ্জে মধুমিতা

চ্যালেঞ্জ নিতে বরাবরই ভালোবাসেন তিনি। অভিনয়ের সহজাত ক্ষমতাই যে তাঁকে সাহসী করে তুলেছে, সেটা বুঝতে অসুবিধা হয় না। আর এই অনুষঙ্গেই বাংলা টিভির সুপারস্টার মধুমিতা সরকার তাঁর তেলুগু ছবিতে ডেবিউ অভিনয় প্রসঙ্গে বলেছেন, আমি তখনই কোনও স্ক্রিপ্টে সম্মতি জানাই, যখন দেখি সেখানে চ্যালেঞ্জিং কিছু আছে ! যার মধ্য দিয়ে গেলে আমি নিজেও অনেক কিছু শিখতে পারবো। তিনি এটাও জানান, বিষয় হিসেবেও তাঁর কাছে সেটাই গ্রহণযোগ্য মনে হয়, যা তিনি এর আগে কখনও করেননি। এখনও পর্যন্ত নাম না হওয়া তেলুগু ছবিটিতে এই সবগুলি শর্ত পূরণ করেই কাজ করছেন মধুমিতা। এভাবেই পেশাদার অভিনেতা হিসেবে নিজের কাজের ক্ষেত্রে নতুন নতুন অভিমুখ খুলে নিচ্ছেন তিনি। কাজের প্রতি তাঁর এই মানসিকতা যে মধুমিতাকে অনেক দূর নিয়ে যাবে, সেকথা নির্দ্বিধায় বলা যায়।