চ্যালেঞ্জ চাই উপাসনার
প্রথম সিজনের পর আর সেভাবে কপিলের বুয়াজিকে দেখা যায়নি। বুয়াজি অর্থাৎ ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেত্রী উপাসনা সিং। উপাসনা হিন্দি বিনোদন জগতের অতি চেনা মুখ। চরিত্রাভিনেত্রী হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত তিনি। বিশেষত, কমেডিতে তাঁর দখল প্রশ্নাতীত। কপিলের শো প্রথম সিজনে অনেকবেশি সিটকম-ধর্মী ছিল। বলিউড তারকারা তখনও আসতেন। কিন্তু সিটকমের তাৎক্ষণিক মজাটাও মিলতো। বলা বাহুল্য, সিটকমের ক্ষেত্রে উপাসনার মতো অভিজ্ঞ কমেডিয়ানদের থাকা একান্তই অপরিহার্য। উপাসনার না থাকাটা একটা লম্বা সময় ধরে অনুভূত হয়েছে সেই কারণেই। এই শোয়ের আর এক শক্তিশালী অভিনেতা সুনীল গ্রোভারের অভাবও যথেষ্ট নজরে পড়ে। উপাসনার কথায় ফিরি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে উপাসনা তাঁর এই শো ছেড়ে দেবার কারণ জানিয়েছেন। সুনীলের সঙ্গে কপিলের যেমন ঝামেলা হয়েছে, তেমন কিছু না হলেও, খুশি ছিলেন না উপাসনাও। ওঁর কথায়, “রোজই একরকম কাজ করতে করতে একঘেয়ে লাগতো। কপিলকে বলেওছি বারবার সে কথা। ও আমাকে যখনই শো-তে যেতে বলে, আমার একটাই কথা, চ্যালেঞ্জিং কিছু দাও !” ঠিকই তো। শিল্পীর এই চাহিদা থাকাটা তো খুবই স্বাভাবিক। ইদানীং কপিলের শো-তে তাই ক্রুষ্ণা অভিষেক, কিকু শারদা আর চন্দন প্রভাকর ছাড়া আর কোনও অভিনেতার দেখা মেলে না। কপিল একাই ক্ষীর খেতে চাইছেন, বোঝাই যাচ্ছে!