ছেলের বিচ্ছেদে খুশি বাবা
ছেলের বউ সামান্থা খোলামেলা পোশাক পরে, সাহসী দৃশ্যে অভিনয় করে–এই ছিল দক্ষিণী তারকা নাগার্জুনের পরিবারের অভিযোগ। সামান্থা প্রভু–নিজেও একজন দক্ষিণী সুপারস্টার। নাগার্জুনের ছেলে, অর্থাৎ সামান্থার স্বামী নাগা চৈতন্যও প্রচুর হিট ছবির নায়ক। দেখা যাচ্ছে, পরিবারে সিনেমায় অভিনয়ের পরম্পরা থাকলেও, বাড়ির বউয়ের ক্ষেত্রে নাগার্জুনের ধ্যানধারণা সেই প্রাচীনকালেই থেমে আছে। সম্প্রতি নাগার সঙ্গে সামান্থার চার বছরের দাম্পত্যের সমাপ্তি ঘটেছে এইসব কারণেই। ছেলের বিয়ে ভাঙ্গায় নাগার্জুন দুঃখিত নন তেমন। বরং, নাগা চৈতন্য বিষয়টা সুন্দর সামলেছেন, তাতেই খুশি তিনি। বলা ভালো, সামান্থার ছায়া সরে গেছে, সেটাই সবচেয়ে গুরুত্ব পেয়েছে নাগার্জুনের কাছে।