ছেলের সুখেই সুখী নীতু
আলিয়াকে পুত্রবধূ বানিয়ে আফসোস করছেন নীতু কাপুর–ছেলে রণবীর কাপুরের বিয়ের পর পরই নাকি এমন ভাবনা তাঁর–গসিপ লিখিয়েরা পারেও বটে ! কষ্টকল্পনায় সত্যি জুড়ি নেই তাঁদের। প্রথম কথা হলো, আলিয়া কে, কী জেনেই এই বিয়েতে রাজি হন নীতু। তিনি রাজি না হলেও অবশ্য বিয়েটা হতো। অন্য দিকে কোথাও অসন্তোষের কালো মেঘ এতটুকু যদি জমেও থাকে, তাকে গসিপ লিখিয়েদের হাতে তুলে দেবার মতো বোকা নন নীতু। স্বামী প্রয়াত ঋষি কাপুরের নানা কাণ্ডের সঙ্গে সমঝোতা করে, এত বছর হাসিমুখে দাম্পত্য টিকিয়ে রেখেছেন বলিউডের একদা বহু হিট ছবির এই নায়িকা। ছেলে রণবীরকে নিয়েও কম ভোগেননি তিনি। রুমাল পাল্টাবার মতো গার্লফ্রেন্ড বদলের রেকর্ড সৃষ্টিকারী গুণধর পুত্রটি এবার অন্তত গার্হস্থ্যধর্ম পালন করতে চলেছে, নীতু জানেন এটাই তাঁর কাছে যথেষ্ট পাওয়া। আলিয়াকে নিয়ে ছেলে খুশি থাকলেই ভালো থাকবেন বুদ্ধিমতী নীতু, সে গসিপ লিখিয়েরা যতই গল্প বানাক !