ছোটোদের চাঁদের হাসি
সম্প্রতি হাতে পেলাম ‘ছোটোদের চাঁদের হাসি’ পত্রিকার বার্ষিক সংখ্যা। উদ্ভাস শিশু ভাবনা কেন্দ্র প্রকাশিত এই সংখ্যাটি প্রথমেই মন কেড়ে নেয়, তার সুন্দর প্রচ্ছদ, চমৎকার বাধাই ও ঝকঝকে ছাপার জন্য। এরপর তো রয়েছে মলাটের ভিতরের আয়োজন। সেখানে পাতায় পাতায় সাজানো শিশু-কিশোরদের হৃদয় ছুঁয়ে যাওয়া অজস্র উপকরণ। একইসঙ্গে বলবো, বড়রাও চাইলেই এর রচনাগুলির কল্যাণে ফিরে যেতে পারেন নিজেদের অমল শৈশবে। ভাবনা, পরিকল্পনা ও বিন্যাসে আগাগোড়া একটি অভিনব, নান্দনিক ও সৃজনশীল ছন্দের পরিচয় দেন সম্পাদক ছন্দা চট্টোপাধ্যায়।
শুধু ছড়া ও কবিতার অনুষঙ্গেই রয়েছে একাধিক বিভাগ। এই বৈচিত্র্য-বিভাজন এককথায় চমকপ্রদ। রয়েছে সমৃদ্ধকর বিশেষ রচনা। গল্প বিভাগেও বেশকিছু সুনির্দিষ্ট চিন্তা ও চেতনার বার্তা মেলে। আর এহেন নিরীক্ষাধর্মী ভাবনার ফলে কোথাও গল্পের রস ক্ষুন্ন তো হয়ই না, বরং, পাঠককেও সাহিত্য উপভোগের পাশাপাশি একটা মননশীল চর্চার সুযোগ দেয়। রয়েছে একটি ছড়া নাটিকা, নাটক। নিয়মিত বিভাগ জানা-অজানা, কৌতুক নকশা। ছোটোদের সৃষ্টির জন্য নির্ধারিত ‘তোমাদের পাতা’-য় আরও কিছু ঐশ্চর্যের অপেক্ষায় থাকবো। এ ব্যাপারে অভিভাবকদের দায়িত্ব অনেকখানি। প্রতিভা থাকলে সৃজনশীল অঙ্গনে ছোটোদের বিচরণ করার সুযোগ করে দিয়েছে ‘ছোটোদের চাঁদের হাসি’। তাদের এই শুভ প্রচেষ্টায় সামিল হতে হবে সকলকেই। শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে প্রয়াত কবি শঙ্খ ঘোষকে। প্রতিটি বিভাগের সম্পাদনার ক্ষেত্রে ছন্দা চট্টোপাধ্যায়ের পরিশ্রমকে সাধুবাদ জানাতেই হয়। সহ-সম্পাদক প্রকৃতি চট্টোপাধ্যায়কেও ধন্যবাদ। প্রচ্ছদ ও অলংকরণে সুজিত কুমার ঘোষ অতুলনীয়। প্যানেল কোলাজ সৃষ্টিতে মুন্সিয়ানা দেখিয়েছেন অলোক রায়। মূল্যবান এই সংকলনটির দাম মাত্র ১২০ টাকা। পরিবেশক পুনশ্চ।