জনের হাফ সেঞ্চুরি
অভিনেতা প্রযোজক জন আব্রাহাম সম্প্রতি ছুঁলেন জীবনের ৫০তম বসন্ত। মডেলিংয়ে কেরিয়ার শুরু করে বলিউডের প্রথম সারির অভিনেতার তালিকায় নাম লিখিয়ে ধুম মচানো এই তারকা মানুষ হিসেবে সকলেরই বিশেষ প্রিয়পাত্র। সিনেমার শুরুটা করেন এক্স গার্লফ্রেন্ড বিপাশা বসুর সঙ্গে ‘জিসম’ ছবির মাধ্যমে। কেরিয়ারে সকলেরই চড়াই উৎরাই থাকে। তারই মধ্যে জনকে মনে রাখবেন মানুষ ‘ধুম’, ‘গরম মশালা’, ‘দোস্তানা’, ‘ম্যাড্রাস ক্যাফে’, ‘নিউ ইয়র্ক’, ‘পরমাণু’ ইত্যাদি ছবির জন্য। ২০২২-এ মুক্তি পায় ‘এক ভিলেন রিটার্নস’ ও ‘এটাক’, যা মধ্যমানের ব্যবসা করেছে। আগামী বছর পাইপলাইনে আছে বেশ কিছু ছবির কাজ–অভিনয় ও প্রযোজনা দুই ক্ষেত্রেই। চেহারায় হ্যান্ডসাম ও মাচো জন শুধু তরুণীকুলের নন, শোনা যায়, পশুপ্রেমী এবং নরম হৃদয়ের মানুষটি ছোটদেরও ভীষন প্রিয়। সমাজের নানা কাজে নিজের তারকা ইমেজ ঝেড়ে ফেলে এগিয়ে আসেন তিনি। জনের ৫০ বছর পূর্তিতে সকলের সঙ্গে আমরাও বলবো, ভালো থাকুন জন।