Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

গত ৩ ফেব্রুয়ারি ননস্টপ আড্ডায় ছিল প্রয়াত কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন স্মরণে বিশেষ অনুষ্ঠান। সঙ্গীতশিল্পী অপর্ণা দে, সাংবাদিক অজন্তা চৌধুরীর সনিষ্ঠ উপস্থিতিতে মনোজ্ঞ হয়ে ওঠে সন্ধ্যাটি। ব্যক্তিগত স্মৃতিচারণার মাধ্যমে কিছু তথ্য সংযোজন করেন সঞ্চালক সাংবাদিক অজন্তা সিনহাও। আপনারা ‘ননস্টপ বিনোদন’ চ্যানেলে প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় দেখছেন লাইভ অনলাইন অনুষ্ঠান ‘ননস্টপ আড্ডা’। আগামী ১৭ ফেব্রুয়ারি এই আড্ডায় উপস্থিত থাকবেন বাচিকশিল্পী কান্তা দাস ও সঙ্গীতশিল্পী অশেষ মুখোপাধ্যায়। কথা, কবিতা ও গানে জমে উঠবে সন্ধ্যাটি। নাট্যশিল্পী, গদ্যকার ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের শিক্ষক ডঃ ময়ূরী মিত্র থাকবেন আগামী ২৪ ফেব্রুয়ারি। তাঁর সঙ্গে ননস্টপ আড্ডায় সমৃদ্ধ হবো আমরা। দর্শক বন্ধুদের জানাই ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।