Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জমজমাট ননস্টপ আড্ডা

আজ সন্ধ্যায় নির্ভেজাল কবিতা, গান আর আড্ডা। উপস্থিত থাকবেন বাচিকশিল্পী কান্তা দাস ও সঙ্গীতশিল্পী অশেষ মুখোপাধ্যায়। গত ১০ ফেব্রুয়ারি এই আড্ডার অতিথি ছিলেন কবি, গীতিকার ও সুরকার অভিজিৎ পাল। সঞ্চালনায় অপরাজিতা মজুমদার। কথা ও কবিতায় জমে ওঠে আড্ডা। আগামী ২৪ ফেব্রুয়ারির অতিথি নাট্যশিল্পী, গদ্যকার ও বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের শিক্ষক ডঃ ময়ূরী মিত্র। তাঁর সঙ্গে ননস্টপ আড্ডায় সমৃদ্ধ হবো আমরা। দর্শক বন্ধুদের জানাই ‘ননস্টপ আড্ডা’-য় উপস্থিত থাকেন চিত্রশিল্প, নাটক, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, বাচিকশিল্প, রান্না,পর্যটন, ফ্যাশন ও আরও নানা ক্ষেত্রের বিশিষ্ট মানুষজন। নানা বিষয়ে আলোচনা থাকে আড্ডার মেজাজে। সঙ্গে গান-আবৃত্তি ইত্যাদি তো আছেই।