জয় ভারতীয় স্পাইডারম্যান !!
নতুন ছবির মুক্তি হোক বা নির্মাণ। পোস্টার, ট্রেলার রিলিজ। ছবি হিট এবং ফ্লপ। তারকাদের জীবনের ওঠাপড়া। বাংলা ও হিন্দি মিলিয়ে সিনেমার দুনিয়ায় প্রতি মুহূর্তে ঘটে চলেছে নানা বৈচিত্রপূর্ণ ঘটনা। সেইসবই এই বিভাগে, প্রতি সপ্তাহে। আজই মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। আর স্পাইডারম্যান এবার ভারতীয়! লিখেছেন চন্দন রায়।
কী বলবেন? জয় ভারত? না কি সবার উপরে বাজার সত্য? যেটাই হোক, আপাতত ভারতীয় হিসেবে আমাদের খুশি হওয়া কেউ আটকাতে পারবে না। ভাবছেন, কেন ? কারণ, আজই মুক্তি পাচ্ছে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ ! কিন্তু তাতে কী এল গেল? স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজের ছবি তো আসতেই থাকবে! তা ঠিক, কিন্তু এই ছবিটা ভারতীয় সিনেমা দর্শকের কাছে বেশ কিছুটা স্পেশাল। কারণ, স্পাইডারম্যান এবার ভারতীয়! সিনেমার পর্দায় স্পাইডারম্যান হিসেবে আত্মপ্রকাশ করেছেন পবিত্র প্রভাকর। তার সঙ্গে বাড়তি চমক হল ক্রিকেটার শুভমন গিল! ভাবছেন ক্রিকেটার এখানে কি করছেন? কন্ঠ দিয়েছেন মশাই ! আজ্ঞে হ্যাঁ, ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ ছবির হিন্দি এবং পাঞ্জাবি ভার্সানে পবিত্র প্রভাকরের হয়ে ভয়েস ডাবিং করেছেন জনপ্রিয় এই ক্রিকেটার! আর সেটাই আগ্রহ বাড়িয়ে দিয়েছে ভারতীয় দর্শকদের!
শুভমন ক্রিকেটার হিসেবে প্রবল জনপ্রিয়, এবার স্পাইডারম্যান হিসেবে কন্ঠের জাদুতে তিনি সফল হয়ে উঠতে পারবেন কি? পবিত্র অভিনীত ‘স্পাইডারম্যান’ চরিত্রকে শুভমন গিল কি অতিরিক্ত বিশ্বাসযোগ্য করে তুলতে পারবেন? এর উত্তর জানতে আর কয়েক ঘন্টা! তবে, ট্রেলার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় যেভাবে ঝড় তুলেছে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’, তাতে নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে ভারতীয় দর্শক নতুন স্পাইডারম্যানকে দেখতে এবং তার কন্ঠ শুনতে রীতিমতো উদগ্রীব!
শুভমন নিজেও ভীষণ উত্তেজিত। কারণ, এই প্রথম কোনও ক্রিকেটার হলিউডের স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির মতো বড় ছবিতে কেন্দ্রীয় চরিত্রে কন্ঠ-অভিনয় করলেন! অনেক নামী কিংবদন্তী ক্রিকেটারও এই সুযোগ পাননি। দ্বিতীয়ত, শৈশব থেকে শুভমন নিজেও একজন প্রবল স্পাইডারম্যান-ভক্ত ! প্রসঙ্গত, তিনি জানিয়েছেন, “আমি স্পাইডারম্যান দেখে বড় হয়েছি। আমার সবথেকে পছন্দের সুপারহিরো সে ! নতুন এই ছবিটিতে ভারতীয় স্পাইডারম্যান আত্মপ্রকাশ করছে প্রথমবার। সেখানে তার কন্ঠস্বর হতে পারাটা আমার কাছে এক অসাধারণ অভিজ্ঞতা!” শুভমন আরও জানিয়েছেন যে অন্য অনেকের মতোই তিনি নিজেও ছবিটি দেখার জন্য অধীর অপেক্ষায় প্রহর গুনছেন।
সকলের অপেক্ষার অবসান হচ্ছে আজ! প্রত্যাশার পাহাড় ডিঙনো সহজ না হলেও পাশে আছে হলিউডের বড় ফ্র্যাঞ্চাইজির সুদক্ষ সমর্থন! প্রচারে কোনও খামতি রাখেনি তারা! এই প্রসঙ্গে সোনি পিকচার্স রিলিজিং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার ও প্রধান শনি পাঞ্জিকরন জানিয়েছেন, আজকের দিনটা সারা ভারতের স্পাইডারম্যান-ভক্তদের কাছে বিশেষভাবেই গুরুত্বপূর্ণ! শুভমন গিলের সঙ্গে কাজ করতে পেরেও তাঁরা উচ্ছ্বসিত। কারণ, তিনি দেশের যুব সমাজের একজন আইকন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব করেছেন সাফল্যের সঙ্গে! খেলার মাঠে তিনি প্রকৃত সুপার হিরোর মতোই বীরত্ব দেখিয়ে লক্ষ লক্ষ ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন। শুভমন একজন সত্যিকারের নায়ক!
সেইজন্যই কি স্পাইডারম্যানের কন্ঠ হয়ে ওঠার জন্য আহ্বান জানানো হয় এই ক্রিকেটারকে? না কি ভাবনায় ছিল–ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ক্রিকেটের মতো এক জনপ্রিয় খেলার কোনও আইকনকে ছবিটির সঙ্গে যুক্ত করতে পারলে গোটা উপমহাদেশেই রমরমিয়ে চলবে ছবিটা! হয়তো তাই! তবে সেটা হলেও তারিফ করার মতোই মার্কেটিং স্ট্র্যাটেজি, একথা মানতে হবে !
তবে চ্যালেঞ্জ আছে ফ্র্যাঞ্চাইজির ভিতরেই। কারণ, ২০২১-এ মুক্তি পাওয়া ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম’ ছবিটি প্রবল জনপ্রিয় হয়েছিল। সেই সাফল্যকে কি ছাপিয়ে যেতে পারবে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’ ? এটাই এখন কোটি টাকার প্রশ্ন! প্রসঙ্গত, অনেক বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট ইন্ডিয়ার তরফে নেওয়া হয়েছে কিছু বিশেষ উদ্যোগ! সেটা হলো, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির নতুন এই ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে মোট দশটি ভাষায়! ইংরেজির পাশাপাশি হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাতি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং হ্যাঁ, বাংলাতেও দেখা যাবে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। অর্থাৎ, সিনেমাহলে আপনার নিজের ভাষাতেই আপনি দেখে ফেলতে পারেন ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’!
কমিকস হিসেবে স্পাইডারম্যানের পথচলা শুরু ১৯৬২ সালে সংবাদপত্রের পাতায়। স্পাইডারম্যানকে সিনেমার পর্দায় আমরা পেতে শুরু করেছি ২০০২ থেকে। এখনও পর্যন্ত ৯টি পূর্ণদৈর্ঘ্যের স্পাইডারম্যান মুভি আমরা দেখেছি! তৈরি হচ্ছে আরও তিনটি। দেখা যাক, ভবিষ্যতে আরও অভিনব রূপে স্পাইডারম্যানকে পাওয়া যায় কিনা! আপাতত স্পাইডারম্যানের ভারতীয় সংস্করণ নিয়ে মেতে ওঠার অভিনব সুযোগ করে দিয়েছে ‘স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’।