Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জলপাইগুড়ি উজান নাট্যদল আয়োজিত অনুনাটক প্রতিযোগিতা ও তার প্রস্তুতিপর্ব 

২০১০ সালে যাত্রা শুরু। পায়ে পায়ে ১২টা বছর অতিক্রান্ত হতে চলেছে। চলতি বছরে তাদের ১৩তম বর্ষে পা। জলপাইগুড়ি উজান নাট্যদলের আগামী প্রতিষ্ঠা দিবসের উদযাপনকে সামনে রেখে জোরদার প্রস্তুতি চলছে। আগামী ২০শে মে শনিবার স্থানীয় বান্ধব নাট্য সমাজের মিনি হলে তারা আয়োজন করেছে অনুনাটক প্রতিযোগিতার। জলপাইগুড়ি শহর ও পাশের জেলার মোট ৯টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। 

প্রসঙ্গত, জলপাইগুড়ি উজানই সর্বপ্রথম এই শহরে নাট্যচর্চার অঙ্গনে অনুনাটককে যুক্ত করেছে। প্রতি বছর তারা অনুনাটক উৎসবের আয়োজন করে। তবে, এবছর অনুনাটক প্রতিযোগিতা কেন? জবাবে দলের সম্পাদকের বক্তব্য, বর্তমানে অনুনাটকের কদর ও জনপ্রিয়তা বেড়েছে ঠিকই। কিন্তু দেখা গেছে উৎসব করলে অনেক দলই নিম্নমানের অনুনাটক মঞ্চস্থ করে। কিন্তু অনুনাটক অবয়বে ছোট হলেও, তার মধ্যে নাটকের সমস্ত প্রকার বৈশিষ্ট্য থাকতেই হবে। অর্থাৎ একটা সম্পূর্ণ নাটক হয়ে উঠতে হবে। কিন্তু প্রতিযোগিতা না হলে এই বিষয়টিকে অনেক দলই মান্যতা দেয় না। যথাযথ মানের নাটক দর্শককে উপহার দিতেই এই প্রতিযোগিতার আয়োজন। 

Img 20230510 Wa0076
জলপাইগুড়ি উজান নাট্যদল আয়োজিত অনুনাটক প্রতিযোগিতা ও তার প্রস্তুতিপর্ব  3

অর্থাৎ, ছোট হলেও এই প্রতিযোগিতায় বেশ কিছু ভালো অনুনাটক দেখার সুযোগ পাবেন দর্শক।  সেদিন প্রতিযোগিতা ছাড়াও সন্ধ্যার অনুষ্ঠানকে সাজানো হয়েছে বিশিষ্টজন সংবর্ধনা, বাংলা নাটকের গান, পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত কোচবিহার ইন্দ্রায়ুধ দলের একাঙ্ক নাটক দিয়ে। প্রস্তুতিপর্বের কাজকর্মের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি উজান নাট্যদলের এই সুপরিকল্পিত অনুষ্ঠানের মহড়াও চলছে জোরকদমে। তাদের আশা, সকল নাট্যদল ও দর্শক-শ্রোতাদের সহযোগিতায় এই আয়োজন সফল হবেই।