Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জাগো নব সমীরণে

আন্তর্জাতিক শিল্পী সাহিত্যিক সম্মিলিত পরিষদ ‘বিশ্বভরা প্রাণ’, ভারত কমিটি শীত বিকেলে ‘জাগো নব সমীরণে’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ বিকেল ৪টায় কলকাতার সেন্ট্রাল মেট্রো স্টেশন সংলগ্ন বিপ্লবী নলিনী গুহ সভাগৃহে অনুষ্ঠানটি মঞ্চস্থ হচ্ছে। ‘বিশ্বভরা প্রাণ’-এর শৈল্পিক যাত্রার ষষ্ঠ বছর উপলক্ষে ইংরেজি নতুন বছরের এটি প্রথম মঞ্চ প্রয়াস। অনুষ্ঠানটি সাজানো থাকবে কবিতা, কথামালা ও সংগীতে। অংশগ্রহণ করবেন লেখক,গবেষক আব্দুল কাইয়ুম মহাশয়, বাচিকশিল্পী মধুছন্দা তরফদার, লোকসংগীত শিল্পী পার্থ মুখোপাধ্যায়, বাংলাদেশ চট্টগ্রাম থেকে আগত শিল্পী তিষণ সেনগুপ্ত ও সংগঠনের অন্যান্য সারথীবৃন্দ। আন্তর্জাতিক সভাপতি ও কর্ণধার, বিখ্যাত বাচিকশিল্পী ও প্রশিক্ষক, দক্ষ সংগঠক জনাব জাহান বশীরের নেতৃত্বে বিশ্বজুড়ে বিগত ৫ বছর ধরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে  কাজ করার লক্ষ্যে এগিয়ে চলেছে ‘বিশ্বভরা প্রাণ’, তাদের নানাবিধ শৈল্পিক প্রয়াসের মাধ্যমে। এই অনুষ্ঠানটিও তারই অংশবিশেষ।