Monday, February 3, 2025
কৃষ্টি-Culture

জাতীয় রঙ্গালয় প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তিতে ভাণ-এর নিবেদন ‘জামাই বারিক’

এই বছর জাতীয় রঙ্গালয় প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্ণ হল। বিদেশি থিয়েটারের আমোদ দেখে, বাবুদের শখের থিয়েটার পেরিয়ে অল্প ক’জন তরুণ বাঙালি নাট্যপ্রেমীর উদ্যোগে ১৮৭২ সালে ৭ ডিসেম্বর দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ নাটক অভিনয়ের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছিল ন্যাশনাল থিয়েটার। এই ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাণ নাট্যদল অভিনয় করতে চলেছে দীনবন্ধু মিত্রের লেখা ‘জামাই বারিক’ নাটকটির একটি অঙ্ক। উনিশ শতকের তথাকথিত ভদ্রঘরের অন্দরমহলের হাল হকিকত উঠে এসেছে এই নাটকে। নিখাদ মজা, ব্যঙ্গ, রগড়, রঙ্গতামাশা–যাই বলুন না কেন, দীনবন্ধু একে বলতে চেয়েছেন এক ‘অপূর্ব স্থানের ইতিবৃত্ত’। অপূর্ব স্থানই বটে, ধনীবাড়ির ঘরজামাইদের ব্যারাক প্রমাণ ‘জামাই বারিক’।

সেই বারিকের বাসিন্দা অভয় কুমার তার ‘মাগ-মনিবের’ রোষে পড়ে বারিকছাড়া। অন্যদিক দুই রমণীরত্নের স্বামী পদ্মলোচন নিজের বাড়িতেই ভাতের বদলে খান ঝাঁটা আর কিল। দেড়শো বছর পেছন ফিরে বাঙালি জীবনের এই রসময় আখ্যান ভাণ কেমন করে জীবন্ত করে তোলে, সেটাই দেখার। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌলিকা, অয়ন্তিকা, পল্লব, গোরা ও দেবহূতি। পরিচালনায় গৌরাঙ্গ দন্ডপাট। প্রথম অভিনয় ১৮ ডিসেম্বর বিকেল ৫.৩০-এ রঙ্গকর্মী স্টুডিও থিয়েটারে। দ্বিতীয় অভিনয় ২৩ ডিসেম্বর মিনার্ভায়, সন্ধ্যা ৬.৩০-এ।