জে এন ইউ-তে মহিষাসুরমর্দ্দিনী
পরিচালক রঞ্জন ঘোষের ছবি ‘মহিষাসুরমর্দ্দিনী’ নিয়ে বাংলার দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। আজই মুক্তি পাচ্ছে এই ছবি। এরই মধ্যে এক সুখবর। জেএনইউ-র দ্য স্কুল অফ আর্টস অ্যান্ড এস্থেটিকস কমিটি দেখেছে ‘মহিষাসুরমর্দ্দিনী’। তাঁরা এতটাই অনুপ্রাণিত যে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৫.৩০-এ সিনেমা স্টাডিজ বিভাগের ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ‘মহিষাসুরমর্দ্দিনী’-র। পরিচালক রঞ্জন ঘোষকে আমন্ত্রণও জানানো হয়েছে সেখানে। ছবি প্রদর্শনের পর একটি পোস্ট স্ক্রিনিং ইন্টারঅ্যাকশনও থাকবে। খবরটি সত্যিই বড় ইতিবাচক। অত্যন্ত পরিশ্রম করে যাঁরা অর্থবহ ও সমজমনস্ক ছবি নির্মাণ করেন, রঞ্জন তাঁদের অন্যতম। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান জেএনইউ থেকে এ ছবির এহেন স্বীকৃতি তাই আমাদের বিশেষ গর্বিত করে।