জোয়ার নার্সারিতে বলিউডের নেক্সট জেন
নার্সারি চালাবার দায়িত্ব এবার কী করণ জোহরের হাত থেকে জোয়া আখতারের কাছে গেল ? বি টাউনের বাতাসে এমন একটা গুঞ্জন এই মুহূর্তে প্রবলভাবে গুঞ্জরিত। আর এ ব্যাপারে নিন্দুকদের ঠিক দোষও দেওয়া যায় না। খবর বলছে, জোয়ার ছবিতেই উদ্বোধন হচ্ছে শাহরুখ কন্যা সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ-সহ একাধিক তারকা সন্তানের। আমেরিকান কমিক স্ট্রিপ আর্চি-র জনপ্রিয়তা বিশ্বজোড়া। এহেন আর্চি-র দেশীয় সেলুলয়েড সংস্করণ ‘দ্য আর্চিজ’ মুক্তি পেতে চলেছে নেটফ্লিক্সে। নেপটিজমের গন্ধ খুঁজে বেড়ান যাঁরা, তাঁরা কী এরপরও থেমে থাকবেন ? তাঁদের বক্তব্য, এই তারকা সন্তানরা ছাড়া কী যোগ্য ছেলেমেয়ে ছিল না দেশে ? অন্যদিকে থেমে নেই পাপারৎজিদের ক্যামেরাও। সুহানা, অগ্যস্ত ও অন্যান্যদের অনুসরণ পর্ব চলছে। বলা বাহুল্য, পাপারৎজিদের ক্যামেরাকে স্বাগত জানাতে দ্বিধা জানাচ্ছে না তারকা পুত্রকন্যারা। কাজের আগেই বিনে পয়সায় প্রচার পেলে মন্দ কি !