Monday, February 3, 2025
৫ফোড়ন

জয়ার জয়জয়কার

কেবিসি’র সেটে এসেছেন রানি মুখার্জী। উপলক্ষ তাঁর ‘বান্টি আউর বাবলি ২’-এর প্রচার। চুলবুলি রানি এসেই জমিয়ে ফেলেন আসর। সিকোয়েলে অভিষেক নন, তাঁর বিপরীতে নায়ক হয়েছেন সইফ। দু’জনে ওঁদের ‘হাম তুম’-এর কথা মনে করে সেটে নাচানাচিও করলেন। তারপরই রানির মাথায় দুষ্টুবুদ্ধি―নিজেকে মা কালীর অংশ বলে, তামাম বঙ্গ কন্যা কতটা রাগী, সে কথা পাড়লেন স্বয়ং বিগ বি’র সামনে ! আর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া। অমিতাভ প্রসঙ্গ পাল্টে চলে গেলেন অন্য কথায়। স্ত্রী জয়াকে বড়ই সমীহ করেন বলিউডের এক ও অদ্বিতীয় বচ্চন। জনসমক্ষে সেকথা গোপনও করেন না কখনও। বাইরে যতই দাপট দেখান, বাড়িতে গেলে তিনি জয়ার বাধ্য ও অনুগত। বোঝাই যায়, জয়া ছাড়া যে এই উচ্চতায় পৌঁছতে পারতেন না, একথা আজও ভোলেননি অমিতাভ।