Monday, February 3, 2025
৫ফোড়ন

ঝলকিত নীতি

পাঁচ বছর পর টিভির পর্দায় ফিরেছে ‘ঝলক দিখলা যা’। আর এমন এক দুরন্ত সময়ের সঙ্গী হয়ে নিজের চূড়ান্ত উচ্ছ্বাস প্রকাশ করবেন না ? কার্যত, সেটাই করছেন হিন্দি টিভির জনপ্রিয় মুখ নীতি টেলর। বিশেষত, এই হিট শোয়ের প্রতিযোগী হিসেবে তাঁর নামই প্রথম জনসমক্ষে এসেছে। ভুট-এর হিট শো ‘কৈসি ইয়ে ইয়ারিয়া’ খ্যাত নীতি এই মুহূর্তে দারুন ব্যস্ত ‘কৈসি ইয়ে ইয়ারিয়া’ আর ‘ঝলক দিখলা যা’ নিয়ে। যদিও পরিবারের সমর্থন তাঁকে এক্ষেত্রে খুবই সাহায্য করছে। বিশেষত, স্বামী পরীক্ষিতের কথা এ প্রসঙ্গে উল্লেখ করেছেন নীতি। পরীক্ষিত তাঁকে প্রতি মুহূর্তে উৎসাহ যুগিয়ে চলেছেন। পেশায় পরীক্ষিত একজন আর্মিম্যান। তিনি তাঁর বন্ধুদের গ্রুপে নীতির ‘ঝলক’ খবর শেয়ার করছেন দারুণভাবে। সব মিলিয়ে উচ্ছ্বাসে টগবগ করে ফুটছেন নীতি আপাতত।