টম হ্যাংকসকে ছবি দেখাবেন আমির
টম হ্যাংকসের ‘৯৪-এর ব্লকবাস্টার ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি ভার্সান আমির খানের ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আগ্রহ তুঙ্গে উঠেছে। আগ্রহের মৌতাতে আর একটু নেশা ধরানো খবর হলো, আমেরিকায় ছবির একটি স্পেশাল স্ক্রিনিং করতে যাচ্ছেন আমির টম হ্যাংকসের জন্য। এই স্ক্রিনিং শো হোস্টও করবেন আমির স্বয়ং। বিশ্বব্যাপী ‘লাল সিং চাড্ডা’-র মুক্তির আগেই ঘটবে এই স্পেশাল স্ক্রিনিং পর্ব। বলা বাহুল্য, ছবি দেখার পর, তাই নিয়ে টম হ্যাংকস কী মন্তব্য করেন, সেটাই জানার জন্য এই তোড়জোড়। টম হলিউডের সেরা অভিনেতাদের অন্যতম। তার মধ্যে ‘লাল সিং চাড্ডা’ তাঁরই অভিনীত ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ। আমির তাঁর ছবির প্রচারে বিষয়টিকে ভালোই কাজে লাগাবেন, বোঝাই যাচ্ছে।