টাইগারের ‘হিরোপান্তি’ জারি
কেরিয়ারের শুরুতে লোকজন তাঁকে জ্যাকি শ্রফের ছেলে হিসেবে অগ্রাহ্য করলেও প্রথম ছবিতেই নিজের স্বকীয়তা প্রমান করেন টাইগার। প্রথম ছবি ‘হিরোপান্তি’ জবরদস্ত হিট হয়। টাইগারের সবচেয়ে বড় গুণ, তিনি অত্যন্ত বাধ্য ও বিনয়ী। ফলে, ইন্ডাস্ট্রির সকলেরই প্রিয় তিনি। আর একটি গুণ হলো নিজের সীমাবদ্ধতা জানেন টাইগার–সূক্ষ অভিনয় এখনও করায়ত্ত নয় তাঁর। কিন্তু ডান্স আর একশনে এই মুহূর্তে তাঁকে হৃতিক, রণবীর, শাহিদদের সঙ্গে তুলনা করা হচ্ছে। সেই ঘরানার ছবিতেই মূলত তাঁকে ভাবেন পরিচালকরা। ফলত, পরিচালক আহমেদ খানের ‘হিরোপান্তি ২’-এ তিনি যে কামাল করবেন, তাতে আর আশ্চর্য কী ! তাঁর প্রথম ছবি ও প্রথম ‘হিরোপান্তি’-র সাফল্য ধরে রেখেই থামেননি টাইগার। কুড়ি কোটির ব্যবসা ইতিমধ্যেই করে ফেলেছে এই ছবি। সেটাও ‘KGF 2’-এর ক্রেজের পাশাপাশি। নিঃসন্দেহে টাইগারের এই কৃতিত্ব উল্লেখের দাবিদার। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাও বেজায় খুশি টাইগারের পারফরম্যান্স দেখে। দুটিই তাঁর প্রযোজনা। যেখানে তাঁর ‘হিরোপান্তি’ জারি রেখেছেন টাইগার। সকলেরই আশা আসন্ন ঈদ উপলক্ষে এই ছবি তার বাম্পার লক্ষ্যে পৌঁছে যাবে।