Monday, February 3, 2025
৫ফোড়ন

টাইটানিক আজও

ডুবন্ত টাইটানিক–জ্যাক এবং রোজের প্রেম ও করুণ পরিণতির মধ্য দিয়ে তাদের বিচ্ছেদ ! এই বিষয়টা আজও টাইটানিক প্রেমীদের হৃদয় থেকে মুছে যায়নি। বিশেষত, জ্যাকের জলে ডুবে মৃত্যু নিয়ে অগণিত মানুষ বার বার প্রশ্ন তুলেছেন, পরিচালক কী পারতেন না তাকে বাঁচিয়ে রাখতে ? এক্ষেত্রে কম যায়নি মিডিয়াও!

‘দ্য সান’ তাদের এক শোয়ের মাধ্যমে দেখিয়েছে, যে দরজাটিকে অবলম্বন করে ভেসে ছিল জ্যাক এবং রোজ, তার নিচে রাখা নিজেদের লাইফ জ্যাকেটের সাহায্যেই বেঁচে থাকতে পারতো ওরা। আবার এমনও বলা হয়েছে, ভাসমান দরজাটি তাদের দুজনের ভেসে থাকার হিসেবে আকারে যথেষ্ট বড় ছিল। সংবাদ মাধ্যম সূত্রে প্রকাশ, পরিচালক জেমস ক্যামেরন এতদিন পর এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ছবির গল্পের প্রয়োজনে জ্যাক ও রোজের মধ্যে, দুজনের একজনকে মরতেই হতো। দৃশ্যটির শুটিংয়ের আগে ওই কাঠের দরজার দৃশ্যটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি রীতিমতো বৈজ্ঞানিকভাবে গবেষণা করেছেন এবং সফল হওয়ার পরেই গল্পে ওই পরিণতি দেখিয়েছেন। যেটা এই আন্তর্জাতিক খ্যাত পরিচালক বলেননি, সেটা হলো, এই পরিণতির মধ্যেই লুকোনো ছিল-আছে সেই ম্যাজিক, যা আজও টাইটানিককে বাঁচিয়ে রেখেছে মানুষের হৃদয়ে।